ঘরে বসে আধার কার্ডের মাধ্যমে হাতে পান নতুন মোবাইল SIM, কিভাবে আবেদন করবেন জেনে নিন

এবার নতুন মোবাইল কানেকশন পাওয়া যাবে ঘরে বসে! সৌজন্যে কেন্দ্রীয় সরকারের নতুন পদক্ষেপ। এর ফলে শুধুমাত্র আধার কার্ড যাচাইয়ের দ্বারা নতুন সিম কার্ড হাতের মুঠোয় আসবে। এজন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পর ইউআইডিএআই (UIDAI)-এর ই-কেওয়াইসি (e-KYC) ভেরিফিকেশনের প্রক্রিয়া সম্পন্ন হলেই আবেদনকারীর বাড়ি বা অফিসের ঠিকানায় সিম কার্ড পৌঁছে যাবে। একইসাথে ডিজিলকারে (Digilocker) সঞ্চিত ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমেও এই সুবিধা পাওয়া সম্ভব।

আধার কার্ডের মাধ্যমে বাড়িতে বসে কীভাবে সিম কার্ড পাওয়া যাবে

বাড়িতে বসে সিম কার্ড পেতে হলে প্রাথমিকভাবে অপারেটরের অ্যাপ্লিকেশন বা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর আধার কার্ড ভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) পরিষেবা অ্যাক্সেসের জন্য ইউআইডিএআই-এর ওয়েবসাইটে মাত্র এক টাকা পরিশোধ করতে হবে। এভাবে একজন ব্যক্তি দিনে একটি মোবাইল কানেকশনের জন্য আবেদন করতে পারবেন। ১৮৮৫ সালের ভারতীয় টেলিগ্রাফ আইন সংশোধনের কারণেই এই সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। এভাবে আবেদনকারীর পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ডিজিলকারে (Digilocker) সঞ্চিত নথিকেও গুরুত্ব দেওয়া হবে।

নতুন কানেকশনের জন্য আবেদনের সময় অ্যাপ বা পোর্টালে নির্দিষ্ট মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) কোড প্রেরণ করা হবে, যা যাচাই ব্যতিরেকে আবেদন গৃহীত হবে না।

অবগতির জন্য জানিয়ে রাখি, উপরোক্ত পদ্ধতিতে আবেদনকারীরা তাদের নিজস্ব কানেকশন প্রিপেইড থেকে পোস্টপেইড কিংবা তার বিপরীতে পরিবর্তন করতে পারবেন। এজন্য তাদের সঠিক ওটিপি (OTP) প্রদান করতে হবে।

অনলাইনে আবেদন ছাড়া পুরোনো পদ্ধতিতে সিম কার্ড সংগ্রহের ক্ষেত্রেও কোনো বাধা নেই। এজন্য আগ্রহীকে নিকটবর্তী রিটেইলারের দ্বারস্থ হতে হবে। এরপর ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে তারা নতুন সিম সংগ্রহ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন