iPhone 15 সিরিজকে টেক্কা দিতে Google Pixel 8 ও 8 Pro-র বড় হাতিয়ার এই বৈশিষ্ট্য

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত মার্কিন সংস্থা, গুগল (Google) নিছক সার্চ ইঞ্জিন থেকে নিজস্ব উদ্ভাবন শক্তির জোরে আজ প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন বিভাগে আধিপত্য বিস্তার করে গ্লোবাল টেক জায়ান্টে পরিণত হয়েছে। সংস্থার নিজস্ব Pixel সিরিজ বর্তমানে স্মার্টফোনের জগতে আলাদা জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। প্রতি বছর গুগল তাদের বার্ষিক আই/ও (I/O) ডেভেলপার কনফারেন্সে নতুন Pixel ফোনের বিষয়ে আভাস দিয়ে থাকে। কিন্তু এ বছর তার ব্যতিক্রম দেখা গেছে। গত মে মাসে আয়োজিত আই/ও ২০২৩ কনফারেন্সে গুগল আসন্ন Pixel 8 এবং Pixel 8 Pro নিয়ে উচ্চবাচ্য করেনি, যা পিক্সেল অনুরাগীদের একপ্রকার দ্বন্ধে ফেলেছিল। তবে কোম্পানির নীরবতা সত্ত্বেও, প্রযুক্তি মহলে আসন্ন সিরিজটিকে নিয়ে গুজবের অভাব নেই। Pixel 8 লাইনআপের ডিভাইসগুলির সম্পর্কে অসংখ্য তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে, যা পিক্সেল ফ্যানদের মনে উত্তেজনা জাগিয়েছে। আর এখন এক স্বনামধন্য প্রযুক্তি সাংবাদিক Pixel 8 সিরিজের স্টোরেজ কনফিগারেশনগুলি প্রকাশ করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল Pixel 8 সিরিজের স্টোরেজ ভ্যারিয়েন্ট

প্রযুক্তি সাংবাদিক রোল্যান্ড কোয়ান্ড্ট জানিয়েছেন যে, গুগল পিক্সেল ৮ প্রো তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায় – ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি। উল্লেখযোগ্যভাবে, এর পূর্বসূরি পিক্সেল ৭ প্রো-ও একই স্টোরেজ অপশনে উপলব্ধ। তবে, স্ট্যান্ডার্ড গুগল পিক্সেল ৮ মডেলটি শুধুমাত্র ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে।

তুলনামলকভাবে দেখলে, প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৩ প্লাস ২৪৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ অফার করলেও বেস এস২৩ মডেলটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি অপশনে উপলব্ধ, যেমনটা গুগল পিক্সেল ৮-ও অফার করবে বলে মনে করা হচ্ছে। ফলে গ্রাহকরা তাদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ বিকল্পটি বেছে নিতে পারবেন।

জানিয়ে রাখি, আপকামিং পিক্সেল ফোনের আকর্ষণীয় হাইলাইট হল পরিবর্তিত কালার প্যালেট। সূত্র মারফৎ পাওয়া তথ্য অনুযায়ী, Google Pixel 8 এবং Pixel 8 Pro মডেলগুলি তিনটি করে কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। রেগুলার মডেলটি “লিকারিশ”, “পিওনি”, এবং “হেজ” কালারে, আর প্রো মডেলটি “লিকারিশ”, “পোর্সেলিন” এবং “স্কাই” – এই কালারগুলিতে বাজারে আসবে। যদিও এই অপশনগুলির সঠিক শেডগুলি কেমন হতে চলেছে, তা এখনও অজানা।

আবার “জেড” নামে একটি সম্ভাব্য চতুর্থ রঙের কথাও শোনা যাচ্ছে, যা বর্তমানে রহস্যাবৃত। আগামী অক্টোবরে গুগল তাদের এই Pixel 8 সিরিজের ফোনগুলি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তখনই সমস্ত জল্পনার অবসান হয়ে সঠিক তথ্যগুলি সামনে আসবে।