৩৩ ওয়াট ফাস্ট চার্জারের সাথে আসবে Vivo X60, Vivo X60 Pro ও X60 Pro Plus

ভিভো চীনে তার ঘরেলু মার্কেটে ফ্লাগশিপ X60 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি আরম্ভ করে দিল। রিপোর্ট অনুযায়ী Vivo X60 সিরিজে তিনটি ফোন থাকতে পারে- Vivo X60, Vivo X60 Pro, এবং Vivo X60 Pro Plus। এই তিনটি ফোনকে এবার চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে বলে জানা গেল। সেখান থেকে এই ডিভাইসগুলির কিরকম চার্জিং স্পিডের সাথে আসতে চলেছে সেই বিষয়ক তথ্য সামনে এসেছে।

Vivo V2059A, Vivo V2047A, ও Vivo V2046A মডেল নম্বরের সাথে ভিভোর তিনটি ফোন চীনে 3C-এর শংসাপত্র পেয়েছে। তিনটি ডিভাইসেই ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। যদিও এখানে ফোনের মার্কেটিং নাম উল্লেখ ছিল না। তবে অনুমান করা হচ্ছে, এই তিনটি ফোন আদতে Vivo X60 সিরিজেরই অর্ন্তগত।

Vivo X60 সিরিজের ফোনগুলির মধ্যে X60 Pro ফোনের প্রসঙ্গে বললে, গতকালই টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই ফোনটির লাইভ ছবি ফাঁস করেছিল। যা ফোনটির ডিসপ্লে এবং পেছনের ক্যামেরা মডিউলের স্পষ্ট একটি চিত্র আমাদের সামনে আনে। Vivo X60 Pro ফোনটি কার্ভড ডিসপ্লের সাথে আসবে। ডিসপ্লের ওপরে ও নীচে সরু বেজেল রয়েছে। আবার এর ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউট ডিসপ্লের উপরের দিকে মাঝখানে আছে।

ফটোগ্রাফির প্রসঙ্গে আসলে এই ফোনে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। X50 এর মতো X60 সিরিজের ফোনের ক্যামেরাতেও ভিভো গিম্বল স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ভিভো এক্স৬০ সিরিজে কোম্পানি তার কাস্টম স্কিন FunTouch OS এর বদলে Origin OS দিতে চলেছে।