Jio ও Airtel সব ফেল, ৫০০ টাকার এই BSNL প্ল্যানে পাবেন বিশাল সুবিধা সহ ৭৫ দিনের ভ্যালিডিটি

BSNL তাদের গ্রাহকদের ৫০০ টাকার কম দামের প্ল্যানে ৭৫ দিনের বৈধতা অফার করছে

ভারতীয় টেলিকম বাজারে Jio এবং Airtel এর বৃহত্তম বাজার শেয়ার রয়েছে, তবে Vodafone Idea (Vi) এবং BSNL এখনও যথেষ্ট চেষ্টা করছে বাজার পুনরুদ্ধার করার জন্য। যেকারণে তারা নতুন নতুন প্ল্যান লঞ্চ করছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) তাদের গ্রাহকদের জন্য এমন একটি প্ল্যান অফার করে, যাকে হারানোর মতো জিও এবং এয়ারটেলের কোনও প্ল্যান নেই। 

আজ্ঞে হ্যাঁ! BSNL তাদের গ্রাহকদের ৫০০ টাকার কম দামের প্ল্যানে ৭৫ দিনের বৈধতা অফার করছে। সাথে রয়েছে অন্যান্য অনেক সুবিধা। এই দামে জিও বা এয়ারটেলের কোনও প্ল্যানই ৭৫ দিনের ভ্যালিডিটি দেয় না।

BSNL এর ৭৫ দিন ভ্যালিডিটি অফার করা প্ল্যান

আপনার যদি বিএসএনএল সিম থাকে এবং আপনি সিমটিকে দ্বিতীয় নম্বর হিসাবে ব্যবহার করেন, তবে ৭৫ দিনের বৈধতা সহ আসা ৪৯৯ টাকার প্ল্যানটি বেছে নেওয়া যেতে পারে। এখানে ৭৫ দিন আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যায়। দৈনিক ডেটা শেষ হলে স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে। আবার এই প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর বিকল্পও রয়েছে। 

Airtel ও Jio প্ল্যানের সাথে তুলনা

জানিয়ে রাখি, এয়ারটেলের ৪৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ২৮ দিন। এখানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ৩ জিবি ডেটা ছাড়াও ১০০টি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা রয়েছে। এছাড়াও এই প্ল্যানের সাথে এয়ারটেল ব্যবহারকারীদের জন্য ডিজনি + হটস্টার মোবাইলের ৩ মাসের সাবস্ক্রিপশনও দেওয়া হয়।

রিলায়েন্স জিও-র ৪৭৯ টাকার একটি প্ল্যান রয়েছে, যার বৈধতা ৫৬ দিন।  এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এছাড়াও প্রতিদিন ১০০টি এসএমএস ও জিও অ্যাপ (জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড) ব্যবহার করা যাবে।