ভারতে Redmi-র এই ফোনে এল MIUI 12.5 সফটওয়্যার আপডেট

কম দামী এন্ট্রি লেভেল ফোনে ঠিকমতো সফটওয়্যার আপডেট পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট তো পরের কথা, সিকিউরিটি প্যাচ ঢুকতেই সময় লেগে যায় মাস খানেক। যাই হোক, Redmi 7A ব্যবহারকারীরা একটা খবর শুনে উৎফুল্ল বোধ করতেই পারেন। গত বছরের অগস্টে চীনে Redmi 7A স্মার্টফোনে MIUI 12.5 মোবাইল সফটওয়্যার আপডেট রোলআউট হয়েছিল। এবার ডিভাইসটির ভারতীয় ব্যবহারকারীরাও ওই আপডেটের অ্যাক্সেস পেতে চলেছেন।

Redmi 7A মডেলের ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে MIUI 12.5 রিলিজ করতে শাওমি-র সময় লাগল প্রায় ছ’মাস। Redmi 7A-এর জন্য MIUI 12.5 আপডেট V12.5.1.0.QCMINXM বিল্ড নম্বরের সাথে এসেছে। অন্যান্য ওটিএ আপডেটের মতো এটিও ব্যাচ ধরে রোলআউট চলছে। সে ক্ষেত্রে স্মার্টফোনটির প্রতিটি ইউনিটে MIUI 12.5 পৌঁছতে কিছুটা সময় নেবে।

প্রসঙ্গত, ২০১৯-এর দ্বিতীয়ার্ধে Redmi 7A-এর যাত্রা শুরু হয়। তখন এতে Android 9 নির্ভর Redmi 7A-এর প্রি-ইন্সটলড করা ছিল। আবার সে বছর হ্যান্ডসেটটি MIUI 11-এ আপডেট করা হয়। এরপর ২০২০-এর মাঝামাঝি সময়ে আসে Android 10 আপডেট। আর MIUI 12 আপডেট সে বছরের শেষান্তে রিলিজ হয়েছিল।

Redmi A সিরিজের ফোন সাধারণত একটা Android আপডেট এবং দু’টো MIUI আপডেট পেয়ে থাকে। এতএব, Redmi 7A আর কোনও মেজর সফটওয়্যার আপডেট পাবে না বলেই ধরে নেওয়া যায়।