WardWizard Mobility: গত বছর দুর্দান্ত গেল Joy e-biker এর, ডিসেম্বরেও বিক্রি বাড়ল ৫৪৮%

গুজরাটের ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী কোম্পানি WardWizard Innovations and Mobility ২০২১-এর ডিসেম্বরে ৫৪৮ শতাংশ ইয়ার-অন-ইয়ার ব্যবসা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ডিসেম্বরে সংস্থাটি মোট ৩,৮৬০ ইউনিট বৈদ্যুতিক স্কুটার এবং মোটরসাইকেল বিক্রি করেছে। এছাড়াও গত বছরের শেষ ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) সংস্থাটি ১০,০০০ ইউনিট টু হুইলার বিক্রির মাইলফলক স্পর্শ করেছে, যা রেকর্ড।

২০২০-র ডিসেম্বরে মাত্র ৫৯৫ ইউনিট টু-হুইলার বিক্রি করেছিল ওয়ার্ডউইজার্ড ইনোভেশন অ্যান্ড মোবিলিটি (WardWizard Innovations and Mobility)। বৈদ্যুতিক ক্ষেত্রে মানুষের চাহিদা বৃদ্ধির কারণে এই বিক্রিবাটা বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত (এপ্রিল-ডিসেম্বর) মোট ১৭,৩৭৬ ইউনিট ইলেকট্রিক স্কুটার এবং মোটরসাইকেল বিক্রি করেছে তারা। যা আগের অর্থবর্ষের তুলনায় ৫৭০% বেশি।

এই প্রসঙ্গে ওয়ার্ডউইজার্ড (WardWizard)-এর প্রধান পরিচালন আধিকারিক শীতল ভালেরাও (Sheetal Bhalerao) বলেছেন, “বর্তমানে দেশের শহর এবং মফস্বলগুলির প্রায় প্রতিটি বাড়িতেই ইলেকট্রিক টু-হুইলারের সংখ্যা বাড়ছে।” অন্যদিকে সংস্থাটি আসন্ন ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিট (Vibrant Gujarat Global Summit)-এ একটি উচ্চগতির ইলেকট্রিক স্কুটারের মডেল লঞ্চ করতে চলেছে সংস্থাটি। যাকে ভারতের প্রথম উচ্চগতির স্কুটারের মডেল বলা হচ্ছে।

প্রসঙ্গত, গত মাসে ওয়ার্ডউইজার্ড (WardWizard) গুজরাটে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা লগ্নি করতে চলেছে বলে ঘোষণা করেছিল। এছাড়াও সংস্থাটি গুজরাটে দুই এবং তিন চাকার বৈদ্যুতিক গাড়ির গবেষণা ও উন্নয়ন, ভাদোদরা-তে মোটর অ্যাসেম্বলি নির্মাণ এবং উন্নত কাঁচামাল তৈরীর জন্য সে রাজ্যের সরকারের সাথে মৌ স্বাক্ষর করেছে। এর ফলে সে রাজ্যে ৬,০০০ কর্মসংস্থানের সুযোগ হবে বলে জানা গেছে।

এখানে জানিয়ে রাখি, গত বছর নভেম্বরে WardWizard Innovations and Mobility ৩,২৯০ ইউনিট ইলেকট্রিক মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি করেছিল। এর ফলে ২০২০-র তুলনায় পণ্য বিক্রিতে ১,১৯০% অগ্রগতি হয়েছিল সংস্থাটির। ভারতে সংস্থাটি Joy e-bike ব্যান্ডের আওতায় টু-হুইলার বাজারে নিয়ে আসে।