Infinix Note 10, Infinix Note 10 Pro দুর্দান্ত ফিচারের সাথে 7 জুন ভারতে আসছে, জানুন দাম

কয়েক সপ্তাহ আগে গ্লোবাল মার্কেট লঞ্চ হয়েছিল Infinix Note 10, Infinix Note 10 Pro। এরপর ফোন দুটি ভারতে আসবে বলে জানা যায়। সেই মতোই Infinix-র তরফে গতকাল ঘোষণা করা হয়েছে, Infinix Note 10 সিরিজ আগামী 7 জুন ভারতে পা রাখতে চলেছে। এই সিরিজ ই-কমার্স সাইট Flipkart থেকে পাওয়া যাবে। ভারতে এই সিরিজ 20,000 টাকার কমে আসবে এবং এতে Mediatek Helio G সিরিজের প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, Android 11 অপারেটিং সিস্টেম ও 5,000mAh ব্যাটারি থাকবে।

Infinix Note 10, Infinix Note 10 Pro এর ভারতে দাম

Infinix ভারতে তাদের Note 10 সিরিজের আগমনের তারিখ জানালেও, এদের দাম কত হবে সে নিয়ে কোনো শব্দ ব্যয় করেনি। তবে গ্লোবাল মার্কেটে Infinix Note 10 ফোনটির দাম শুরু হয়েছে 199 ডলার থেকে, যা প্রায় 14,600 টাকা।

অন্যদিকে Infinix Note 10 Pro কেনা যাবে 259 ডলার থেকে (প্রায় 19,000 টাকা)। সেক্ষেত্রে ভারতে এই সিরিজ 20,000 টাকার কমে আসবে বলেই মনে হয়।

Infinix Note 10 এর স্পেসিফিকেশন

Infinix Note 10 ফোনে আছে 90Hz রিফ্রেশ রেটের 6.95 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ARM Mali G52 জিপিইউ সহ Mediatek Helio G85 প্রসেসর। ফোনটি 6GB পর্যন্ত র‌্যাম ও 128GB পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Infinix Note 10 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল। বাকি দুটি ক্যামেরা হল 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স ও 7 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফোনটি 5,000mAh ব্যাটারি সহ এসেছে। যার সাথে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি Android 11 বেসড XOS 7.6 কাস্টম ওএস-এ চলে।

Infinix Note 10 Pro এর স্পেসিফিকেশন

Infinix Note 10 Pro আছে 6.95 ইঞ্চি ফুল এইচডি প্লাস (1080×2460 পিক্সেল) ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট 180Hz। এতে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G95 প্রসেসর। ফোনটি 8GB পর্যন্ত র‌্যাম ও 256GB পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।

ক্যামেরার কথা বললে, এর পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (সুপার ম্যাক্রো লেন্স হিসাবে ব্যবহার করা যাবে), 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স ও 2 মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর। ফোনের সামনে পাঞ্চ হোল কাট আউটের মধ্যে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

Infinix Note 10 Pro ফোনটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট ও 5,000mAh ব্যাটারি সহ এসেছে। কানেক্টিভিটির জন্য এতে আছে ডুয়েল সিম সাপোর্ট, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস। ফোনের অন্যান্য ফিচারের মধ্যে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রো এসডি কার্ড স্লট, 3.5mm হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন