Samsung Galaxy A42 5G/ M42 5G ইউজারদের জন্য সুখবর, One UI 4.0 ও Android 12 রিলিজ হল

ফ্ল্যাগশিপ দিয়ে শুরু হয়েছিল, এবার স্যামসাং (Samsung)-এর মিড-রেঞ্জ স্মার্টফোনেও Android 12 নির্ভর One UI 4.0 আপডেট ঢুকতে আরম্ভ করেছে। গত সপ্তাহে Samsung Galaxy A72 ব্যবহারকারীরা স্টেবেল আপডেটটি পেতে শুরু করেছেন বলে জানা গিয়েছিল। তারপরে Galaxy A52 ও Galaxy A52s মডেলেও সেটি রোলআউট করা হয়। আর এখন Samsung Galaxy A42 5G-তেও Android 12 নির্ভর One UI 4.0 ইনস্টল করা যাচ্ছে।

স্যামমোবাইলের রিপোর্ট অনুযায়ী, Samsung তাদের Galaxy A42 5G হ্যান্ডসেটে নতুন সফটওয়্যার আপডেট দিতে শুরু করেছে। সেটি বর্তমানে A426BXXU3CUL9 ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে পোলান্ডে লাইভ রয়েছে। এতে One UI-এর নতুন ভার্সনের সঙ্গে Android 12 ও ডিসেম্বর মাসের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।

আপেডটিটি ব্যাচ ধরে রিলিজ করা হচ্ছে৷ এবং আগামী কয়েকদিনের মধ্যে Samsung Galaxy A42 5G-এর অন্যান্য রিজিওনাল ভ্যারিয়েন্টগুলোতে রোলআউট হবে বলে আশা করা যায়। ইউজারেরা সেটিংস> সফটওয়্যার আপডেটে গিয়ে ডাউনলোড বা চেক করে নিতে পারেন, Android 12 নির্ভর One UI 4.0 উপলব্ধ কিনা।

উল্লেখ্য, Samsung Galaxy A42 5G ভারতে Galaxy M42 5G হিসেবে পরিচিত। এতএব এই ডিভাইসেও নতুন আপডেটটি শীঘ্রই পৌঁছবে বলে অনুমান। এই প্রসঙ্গে বলে রাখি, A42 5G বা M42 5G-এর ক্ষেত্রে এটাই শেষ মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড৷ তবে এতে সিকিউরিটি আপডেট দেওয়া জারি থাকবে।