Realme P Series: ভারতে ‘বিশেষ’ 5G ফোন আনছে রিয়েলমি, সস্তায় পাবেন দুর্দান্ত ফিচার্স এবং ডিজাইন

রিয়েলমি একটি নতুন স্মার্টফোন সিরিজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যা Realme P Series নামে বাজারে আসতে চলেছে। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, চেজ জু এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন যে, Realme P-সিরিজটি এক্সক্লুসিভলি ভারতীয়দের জন্য ডিজাইন করা হবে।

Realme P সিরিজ ভারতে আসছে

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট চেজ জু তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে প্রকাশ করেছেন যে, রিয়েলমির লক্ষ্য পছন্দের প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়া এবং মিড-রেঞ্জের এক্সপেরিয়েন্সকে পুনরায় সংজ্ঞায়িত করা। রিয়েলমি পি-সিরিজ দামের ওপর নিয়ন্ত্রণ রেখে প্রিমিয়াম স্মার্টফোন প্রদানের ওপর ফোকাস করবে এবং এটির প্রধান টার্গেট হবে তরুণ গ্রাহকরা। রিয়েলমি পি-সিরিজটি ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে এদেশে বিক্রি করা হবে।

এছাড়া, Realme P-সিরিজ ডিজাইনের ওপরও ফোকাস করবে এবং এতে শুধুমাত্র 5G মডেল অন্তর্ভুক্ত থাকবে, কারণ কোম্পানির প্রোমোশনাল ব্যানারে ‘P-series 5G’ বলে উল্লেখ করা হয়েছে। আসন্ন পি-সিরিজের মাধ্যমে, কোম্পানির লক্ষ্য মিড-রেঞ্জ সেগমেন্টে শীর্ষ স্থান অর্জন করা। চেজ জু এও জানিয়েছেন যে, রিয়েলমি ভারতে 2023 সাল পর্যন্ত 100 মিলিয়ন (10 কোটি) ডিভাইস বিক্রি করেছে।

এখনও পর্যন্ত, সংস্থাটি আসন্ন P-সিরিজ সম্পর্কে এটুকুই জানিয়েছে। এই সিরিজের প্রথম লাইনআপে রিয়েলমি কতগুলি ডিভাইস যুক্ত করবে, তা এখনও স্পষ্ট নয়। রিয়ালকে P-সিরিজটি এদেশে Poco X-সিরিজের প্রতিদ্বন্দ্বী হতে পারে, যা এখনও পর্যন্ত পারফরম্যান্স-কেন্দ্রিক মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে ফোকাস করে।