Realme Narzo 30 আজ কিনলে পাবেন ডিসকাউন্ট, সেল শুরু দুপুর ১২টা থেকে

Realme Narzo 30 গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ প্রথমবার ফোনটি ফ্ল্যাশ সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। দুপুর ১২টা থেকে Realme Narzo 30 ফোনটি Flipkart ও Realme.com থেকে পাওয়া যাবে। সেল উপলক্ষ্যে ক্রেতারা একাধিক অফারের লাভ ওঠাতে পারবেন। বাজেট রেঞ্জে আসা রিয়েলমি নারজো ৩০ ফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। 

Realme Narzo 30 এর দাম ও অফার

ভারতে রিয়েলমি নারজো ৩০ ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১২,৪৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য ১৪,৪৯৯ টাকা। রিয়েলমি নারজো ৩০ দুটি কালারে পাওয়া যাবে- রেসিং সিলভার ও রেসিং ব্লু।

তবে লঞ্চ অফার হিসেবে আজ প্রথম সেলে Realme Narzo 30 ফোনটির ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ৫০০ টাকা ডিসকাউন্টের সাথে পাওয়া যাবে। আবার ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওপর ৫০০ টাকা ছাড় দেওয়া হবে। বিনামূল্যে পাওয়া যাবে ৩৯৯ টাকার Disney+ Hotstar এর Vip সাবস্ক্রিপশন। এছাড়া Flipkart থেকে Realme Narzo 30 কিনলে মিলবে এক্সচেঞ্জ অফারের সুবিধা।

Realme Narzo 30 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের রিয়েলমি নারজো ৩০ ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) এলসিডি স্ক্রিন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ARM Mali-G76 জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০-এ চলে। সিকিউরিটির জন্য রিয়েলমি নারজো ৩০ ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Realme Narzo 30 ফোনটি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল (এফ/১.৮) প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর (এফ/২.৪)। আবার সেলফি ও ভিডিও কলের জন্য Realme Narzo 30 ফোনে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন