Bajaj Pulsar N250: ইতিহাস লিখল বাজাজ, লঞ্চ হল এ যুগের সবচেয়ে অত্যাধুনিক পালসার

বাংলা নববর্ষের আগে বিশাল চমক নিয়ে হাজির হল বাজাজ অটো (Bajaj Auto)। 2021 সালে লঞ্চ হওয়ার পর এই প্রথম অত্যাধুনিক ফিচার্স ও লুকস নিয়ে নতুন অবতারে আত্মপ্রকাশ করল Pulsar N250। সংস্থার ফ্ল্যাগশিপ 250 সিরিজের এই নেকেড বাইকটির দাম 1.51 লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। হার্ডওয়্যার ও প্রযুক্তিগত ক্ষেত্রে বড় পরিবর্তন থাকলেও আগের ভার্সনের তুলনায় মূল্য মাত্র 851 টাকা বেশি।

2024 Bajaj Pulsar N250 ভারতে লঞ্চ হয়ে গেল

ক্রেতাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে 2024 Bajaj Pulsar N250-তে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল কনসোল দেওয়া হয়েছে। বর্তমানে Pulsar N-সিরিজের প্রতিটি মডেলেই এই বৈশিষ্ট্য উপলব্ধ। আগেকার অ্যানালগের তুলনায় নতুন এলসিডি কনসোলটি আকার আকৃতিতে বড়। সম্প্রতি লঞ্চ হওয়া Pulsar N150 ও Pulsar N160-র নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটিই এতে দেওয়া হয়েছে।

ফলে একাধিক ট্রিপ মিটার, ডিসটেন্স টু এম্পটি, ডিয়ার পজিশন ইন্ডিকেটর, ডিজিটাল ট্যাকোমিটারের সুবিধা যোগ হয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটি থাকার ফলে কল ও এসএমএস অ্যালার্ট পাওয়া যাবে। এছাড়া ফোন ব্যাটারি স্টেটাস, সিগনাল স্ট্রেন্থ স্টেটাস এবং ফোন কল অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করার জন্য হ্যান্ডেলের বাঁদিকে একটি বাটন রয়েছে।

2024 Bajaj Pulsar N250 : উল্লেখযোগ্য আপডেট

নতুন Pulsar N250-র সামনে টেলিস্কোপিক ইউনিটের পরিবর্তে দেওয়া হয়েছে নতুন ইউএসডি ফ্রন্ট ফর্ক। 250 সিসির এই স্ট্রিটফাইটারে যুক্ত হয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম (বাজাজের বাইকে প্রথমবার), 140 সেকশন রিয়ার টায়ার এবং নতুন এবিএস রাইডিং মোড – রেইন, রোড এবং অন/অফ। শোভা বাড়াতে রেড ও হোয়াইট কালারের সাথে নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে। উপরিউক্ত আপডেটের কারণে কার্বওয়েট দু’কেজি বেড়ে হয়েছে 164 কেজি। বোঝাই যাচ্ছে, সেগমেন্টের মধ্যে অন্যতম ভারী মোটরসাইকেল এটি।

পারফরম্যান্সের জন্য 2024 Bajaj Pulsar N250-এ আছে একটি 249 সিসি এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে 8,750 আরপিএম গতিতে সর্বোচ্চ 24.1 বিএইচপি শক্তি এবং 6,500 আরপিএম গতিতে 21.5 এনএম টর্ক। সঙ্গে 5-স্পিড গিয়ারবক্স, স্লিপ, ও অ্যাসিস্ট ক্লাচ উপলব্ধ।

ব্রেকিংয়ের জন্য সামনে 300 মিমি এবং পেছনে 230 মিমি ব্রেক দেওয়া হয়েছে। আগের মতই 17 ইঞ্চি হুইল ও টিউবলেস টায়ারে ছুটবে এই বাইক। অন্যান্য ফিচার্স হিসাবে রয়েছে বি-ডিরেকশনাল এলইডি প্রোজেক্টর হেড ল্যাম্প, এলইডি ডিআরএল, ইউএসবি চার্জিং পোর্ট ইত্যাদি। আগামী কয়েক দিনের মধ্যেই 2024 Bajaj Pulsar N250 শোরুমে পৌঁছানোর কাজ শুরু হবে। ইতিমধ্যেই আরম্ভ হয়েছে বুকিং।