১৫০০ টাকা ছাড়, Oppo K10 5G প্রথম সেলে সস্তায় কেনার দারুন সুযোগ

গত ৮ই জুন ভারতে Oppo K10 5G নামের একটি নতুন স্মার্টফোনের সাথে হাজির হয়েছিল প্রখ্যাত টেক ব্র্যান্ড Oppo। আর আজ অর্থাৎ ১৫ই জুন দুপুর ১২টা থেকে সংস্থার অফিসিয়াল সাইট ও ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এর মাধ্যমে K-সিরিজ অন্তর্গত এই নবাগত হ্যান্ডসেটকে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। আর ‘ফার্স্ট সেল’ অফারের অংশ হিসাবে একাধিক ব্যাঙ্ক ডিসকাউন্টের লাভ উঠিয়ে আপনারা এই বাজেট ফোনটিকে সর্বাধিক কম দামে কিনে নিতে পারবেন। Oppo এর এই নয়া স্মার্টফোনে, HD+ ডিসপ্লে প্যানেল, ৮ জিবি র‌্যাম, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর এবং ৪৮ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এছাড়া সুপারভুক চার্জিং প্রযুক্তি সমর্থিত একটি ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারিও পাওয়া যাবে এতে। চলুন এবার Oppo K10 5G স্মার্টফোনের দাম, সেল অফার ও বিশেষত্ব সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Oppo K10 5G দাম ও সেল অফার

ভারতে ওপ্পো কে১০ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা রাখা হয়েছে। আগ্রহীরা এই নয়া হ্যান্ডসেটকে ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট এবং দেশের যাবতীয় রিটেল স্টোরের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এটিকে দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে, যথা – মিডনাইট ব্ল‌্যাক ও ওসান ব্লু।

সেল অফারের কথা বললে, SBI, Axis এবং Kotak ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে উক্ত ফোনটি কিনলে ১,৫০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার, Bank of Baroda -এর ক্রেডিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেও প্রায় অনুরূপ ডিসকাউন্ট অফার করা হবে। এছাড়া, কিস্তিতে পেমেন্ট করতে চাইলে, ক্রেতারা ৩ মাস পর্যন্ত বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্প উপলব্ধ পেয়ে যাবেন।

Oppo K10 5G স্পেসিফিকেশন

ডুয়েল সিমের ওপ্পো কে১০ ৫জি ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ( ১৬১২ x ৭২০ পিক্সেল) ইনসেল IPS LCD ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৮০ নিট পিক ব্রাইটনেস ও ২০.১:৯ এসপেক্ট রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য এই ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর এবং আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ অপারেটিং সিস্টেমে রান করবে। আর স্টোরেজ হিসাবে এই ডিভাইসে, ৮ জিবি LPDDR4x র‌্যাম ও ১২৮ জিবি UFS 2.2 রম পাওয়া যাবে। যদিও উক্ত ফোনটি ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ এসেছে। একই সাথে, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Oppo K10 5G ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল Samsung S5KGM1ST সেন্সর ও ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। এই রিয়ার ক্যামেরাগুলি ১০এক্স জুম সাপোর্ট করবে। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo K10 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ। Oppo K10 5G ফোনের ওজন ১৯০ গ্রাম।