সক্রিয় গ্রাহক সংখ্যা বাড়ালো Jio ও Airtel, কেমন খবর BSNL ও Vodafone Idea-র

Avatar

Published on:

Jio Airtel Vodafone Idea bsnl Active Users in March 2023 TRAI

ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) ২০২৩ সালের মার্চ মাসে সক্রিয় গ্রাহক সংখ্যার ভিত্তিতে ভারতীয় টেলিকম সংস্থাগুলির মাসিক কার্যক্ষমতার তথ্য প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুসারে, Jio এবং Airtel প্রায় ৭.৫ মিলিয়ন (৭৫ লক্ষ) সক্রিয় গ্রাহক যোগ করেছে। একই সময়ে Vodafone Idea এবং BSNL ব্যাপক পরিমাণে সক্রিয় গ্রাহক হারিয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে এই পরিস্থিতি একইরকম রয়েছে।

২০২৩ সালের মার্চ মাসে Airtel, Jio, BSNL ও Vodafone Idea-এর সক্রিয় গ্রাহক সংখ্যার হ্রাস ও বৃদ্ধি-

ট্রাইয়ের দেওয়া তথ্য অনুসারে, মার্চ মাসে রিলায়েন্স জিও ৪.৯৫ মিলিয়ন (৪৯.৫ লক্ষ) সক্রিয় গ্রাহক যোগ করেছে। যারপর জিওর গ্রাহক সংখ্যা ৪০০ মিলিয়ন (৪০০০ লক্ষ) ছাড়িয়ে ৪০২.৫৭ মিলিয়নে (৪০২৫.৭ লক্ষ) পৌঁছে দিয়েছে। ২০২৩ সালে মার্চের শেষ দিকে জিওর মোট সক্রিয় গ্রাহক সংখ্যা ছিল ৪৩০.২৩ মিলিয়ন (৪৩০২.৩ লক্ষ)। যার অর্থ হলো এই মাসে তাদের ৯৩.৫% গ্রাহক সক্রিয় ছিল।

আবার ভারতী এয়ারটেল ২.৪৭ মিলিয়ন (২৪.৭ লক্ষ) সক্রিয় গ্রাহক যুক্ত করেছে ২০২৩ সালের মার্চ মাসে। সেই সময় এয়ারটেলের সক্রিয় গ্রাহক সংখ্যা ছিল ৩৬৯.৫ মিলিয়ন (৩৬৯৫.৬ লক্ষ)। আর মাসের শেষে তাদের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০.৯১ মিলিয়নে (৩৭০৯.১ লক্ষ)। তার মানে ভারতী এয়ারটেলের ৯৯.৬৩% গ্রাহক সক্রিয় ছিল।

অন্যদিকে মার্চে ভোডাফোন আইডিয়ার সক্রিয় গ্রাহক সংখ্যা ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের থেকে অনেক কমে গেছে। ভোডাফোন আইডিআর সক্রিয় গ্রাহক কমে ২০৮.৩৪ মিলিয়ন (২০৮৩.৪ লক্ষ) থেকে ২০৭.৮৮ মিলিয়নে (২০৭৮.৮ লক্ষ) নেমে এসেছে। যার অর্থ হলো ভোডাফোন আইডিয়া ০.৪৬ মিলিয়ন (৪.৬ লক্ষ) সক্রিয় গ্রাহক হারিয়েছে। এই টেলকোর মোট গ্রাহক সংখ্যা বর্তমানে ২৩৬.৭৫ মিলিয়ন (২৩৬৭.৫ লক্ষ)। যার অর্থ ভিআই-এর উল্লেখিত মাসে ৮৭.৮১% শতাংশ গ্রাহক সক্রিয় ছিল।

বিএসএনএল ০.২৬ মিলিয়ন (২.৬ লক্ষ) সক্রিয় গ্রাহক হারিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে। রাষ্ট্র-চালিত এই টেলকোর সক্রিয় গ্রাহক সংখ্যা ৫৩.৬৬ মিলিয়নে (৫৩৬.৬ লক্ষ) নেমে এসেছে। ২০২৩ সালের মার্চের শেষে বিএসএনএল-এর মোট গ্রাহক সংখ্যা ছিল ১০৩.৬৮ মিলিয়ন (১০৩৬.৮ লক্ষ), যার অর্থ এই মাসে তাদের ৫১.৭৬% গ্রাহক সক্রিয় ছিল।

এখনো পর্যন্ত Reliance Jio-র সবচেয়ে বেশি সক্রিয় গ্রাহক রয়েছে। একটি টেলকোর জন্য সক্রিয় গ্রাহক খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারাই প্রকৃতপক্ষে পরিষেবাগুলি ব্যবহার করার জন্য অর্থ প্রদান করে। ট্রাই-এর দেওয়া তথ্য অনুযায়ী, এয়ারটেলের চেয়ে রিলায়েন্স জিও-এর ৩৩.০১ মিলিয়ন (৩৩০.১ লক্ষ) বেশি সক্রিয় গ্রাহক রয়েছে।

সঙ্গে থাকুন ➥