BSNL এর জন্য বড় সুখবর, 4G লঞ্চের আগে 5000 কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র

সদ্য বরাদ্দ মোট ১.৬৪ লক্ষ কোটি টাকার রিভাইভাল (Revival) বা পুনরুজ্জীবন প্যাকেজের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত টেলকো BSNL -এর জন্য প্রথম দফায় ৫,০০০ কোটি টাকার বড় অঙ্ক মঞ্জুর করল দেশের কেন্দ্রীয় সরকার। একে কাজে লাগিয়ে BSNL তাদের ঋণের বোঝা অনেকাংশে লাঘব করতে সক্ষম হবে বলেই আমাদের ধারণা। এর ফলে আগামীতে 4G রোলআউটের সময়ও তারা যথেষ্ট চাপমুক্ত থাকতে পারবে, যা এই সরকারি টেলকোর ভক্তদের জন্য যথেষ্ট ভালো খবর। প্রসঙ্গত উল্লেখ্য, আজ, ৫ই সেপ্টেম্বর বিশিষ্ট সংবাদ সংস্থা CNBC-Awaaz -এর একটি রিপোর্টে বিএসএনএলের (BSNL) জন্য সরকারের ৫,০০০ কোটি টাকা মঞ্জুরের প্রসঙ্গটি উঠে এসেছে।

পুনরুজ্জীবন প্যাকেজ থেকে ৫,০০০ কোটি টাকা বরাদ্দকরণের ফলে বিএসএনএল যে অনেকটাই চাপমুক্ত হবে সেকথা তো পূর্বেই উল্লেখ করেছি। কিন্তু শুধু এটুকুই নয়, উক্ত অর্থ মঞ্জুরের ফলে একইসঙ্গে লাভবান হবে রাষ্ট্রায়ত্ত টেলকোর সহায়ক, দেশীয় ভেন্ডর সংস্থাগুলি। এদের মধ্যে রয়েছে আইটিআই লিমিটেড (ITI), তেজস নেটওয়ার্ক (Tejas Networks), HFCL, VNL, STL সহ আরো বেশ কিছু সংস্থা।

আসলে বিএসএনএলের আর্থিক দুরবস্থা বজায় থাকার কারণে এই সংস্থাগুলিও গত কয়েক বছর লাভের মুখ দর্শন থেকে বঞ্চিত থেকেছে। সেক্ষেত্রে সদ্য কেন্দ্রের অর্থবরাদ্দের ফলে উপরের ভেন্ডর সংস্থাগুলি যে কিছুটা হলেও স্বস্তি পাবে তা বলাবাহুল্য।

জানিয়ে রাখি, সরকারি অর্থসাহায্য কাজে লাগিয়ে বিএসএনএল আগামী ১৫ দিনের মধ্যে তাদের ঋণ পরিশোধের প্রক্রিয়া শুরু করতে পারে। পূর্বোল্লিখিত সংবাদ সংস্থার রিপোর্টে একথার উল্লেখ রয়েছে। সর্বোপরি প্রকাশ্যে আসা খবরের মতে, পুনরুজ্জীবন প্যাকেজের ১.৬৪ লক্ষ কোটি টাকার মধ্যে কেন্দ্র ক্যাশ হিসেবে ৪৩,৯৬৪ কোটি ছাড়াও বিএসএনএলকে ১.২০ লক্ষ কোটি টাকার নন-ক্যাশ সাপোর্ট প্রদান করবে। মোট চার বছরে, ধাপে ধাপে এই অর্থসাহায্য কেন্দ্রের তরফ থেকে রাষ্ট্রায়ত্ত টেলকোর হাতে তুলে দেওয়া হবে। এছাড়া আলোচ্য প্যাকেজের আওতায় কেন্দ্র প্রশাসনিক রীতিতে BSNL -এর জন্য ৯০০/১৮০০ মেগাহার্টজ (MHz) ব্যান্ডের স্পেক্ট্রাম বরাদ্দ করবে বলে শোনা গিয়েছে।