১০ হাজার টাকায় Redmi TV, সপ্তাহ শেষে শুরু হবে Amazon Sale, সামনে এল সমস্ত অফার

আর কয়েকটা দিন পরেই ১৫ই আগস্ট মানে ভারতের স্বাধীনতা দিবস – বহু প্রতিকূলতা, সংগ্রাম, বলিদানের মধ্যে দিয়ে পরাধীন অবস্থা থেকে মুক্তি পাওয়ার মুহূর্ত স্মরণ করার দিন! তবে সাম্প্রতিক বছরগুলিতে এই দিনটি হয়ে উঠেছে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির সেল বা বিশেষ বিক্রয় পর্বের উপলক্ষ। চলতি বছরও তার ব্যতিক্রম নয় বলেই মনে হচ্ছে। আসলে অতিসম্প্রতি Amazon Great Freedom Festival নামক সেলের দিন ঘোষিত হয়েছে। আগামী ৫ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই এই সেল শুরু হবে। সেক্ষেত্রে অন্যান্য সেলের মতোই এই Amazon Sale-এও আগ্রহী ক্রেতারা স্মার্টফোন, ল্যাপটপ, অডিও অ্যাক্সেসরিজ, স্মার্ট হোম ডিভাইস বা অন্যান্য ইলেকট্রনিক্স সস্তায় কিনতে পারবেন, কারণ ই-কমার্স জায়ান্ট সংস্থাটি এই সময় অনেক আকর্ষণীয় অফার দেবে। আসুন, এখন Amazon Great Freedom Festival 2023 সেলের কয়েকটি মূল বিষয় সম্পর্কে জেনে নিই।

Amazon Great Freedom Festival 2023 সেল ও কিছু কথা

– আসন্ন অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে সংস্থার প্রাইম (Prime) মেম্বাররা একদিন আগে মানে ৪ঠা আগস্ট থেকে অ্যাক্সেস পাবেন।

– ইতিমধ্যে কোম্পানি আসন্ন সেলের জন্য ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে, যেখানে অফারের কিছু বিবরণ টিজ হয়েছে। এই বিজ্ঞাপনের ভিত্তিতে বলা যায়, গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যালে ক্রেতারা ৫টি প্রধান বিভাগে অফার পাবেন – এর মধ্যে রয়েছে ব্লকবাস্টার ডিল, গ্র্যান্ড ওপেনিং ডিল, রাত ৮টার স্পেশাল ডিল, ৯৯৯ টাকার নিচে ডিল এবং প্রাইস ক্যাশ স্টোর।

– যারা হালফিলে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য অ্যামাজনের এই সেল অত্যন্ত লাভজনক। এখানে ফোনের ওপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এক্ষেত্রে সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus Nord CE 3 5G এবং Samsung Galaxy M34 5G-এর মতো ব্যাপক চাহিদাওয়ালা ফোন খুব কমে কিনতে পারবেন। এমনকি সেলে Redmi 12 5G মডেল প্রথমবার বিক্রি হবে। কিছু স্মার্টফোন আনুষাঙ্গিকের দাম ৬৯ টাকা থেকে শুরু হবে।

– একইভাবে ল্যাপটপ এবং ট্যাবলেটেও অফার পাওয়া যাবে। যেমন HP 15s ডিভাইস ৫১,৮১২ টাকার পরিবর্তে ৩৮,৯৯০ টাকায় বিক্রি হবে। অন্যদিকে Samsung Galaxy Tab S8 মাত্র ৫০,৯৯৯ টাকায় কেনা যাবে, যার দাম এমনিতে ৬৬,৯৯৯ টাকা।

– আসন্ন অ্যামাজন সেলে স্মার্ট টিভি এবং অন্যান্য অ্যাপ্লায়েন্সগুলিও ডিসকাউন্টে বিক্রি করা হবে – এর মধ্যে Redmi 32-inch HD Smart Fire TV মডেল ১০,৪৯৯ টাকায় কেনা যাবে। একইভাবে LG-র ৮ কেজি ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন ও ২৫৩ লিটারের Samsung রেফ্রিজারেটর যথাক্রমে ৩৪,৪৯০ টাকা এবং ২৪,২৯০ টাকায় মিলবে।