বয়স 18 পেরোয়নি? বা ড্রাইভিং লাইসেন্স হয়নি? চিন্তা নেই, এই পাঁচটি ই-স্কুটার শর্ত ছাড়াই চালাতে পারবেন

ভারতে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ১৮ বছর না হলে যেহেতু ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয় না তাই এই বয়সের আগে টু-হুইলার রাইডিংয়ের এর কোনো প্রশ্নই আসে না। কিন্তু কৈশোর এবং যৌবনের সন্ধিক্ষণে সকলেরই কিছু অদম্য ইচ্ছে পূরণের সাধ জাগে। সেটি যতক্ষণ না পূরণ হচ্ছে, পড়াশোনা-নাওয়া-খাওয়ার পাট চুকিয়ে ওই একই চিন্তা শয়নে-স্বপনে মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকছে। এই বয়সে সেরকমই এক ইচ্ছে হল টু-হুইলার চালানো। এদিকে ১৮ বছর না হওয়ায় স্বভাবতই লাইসেন্স পাওয়া যায় না। তবে কি টু-হুইলার চালাতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে?

এতো গেল ১৮ বছরের নিচের বয়স যাদের, কিন্তু এমনও বহু মানুষ রয়েছেন যাদের ড্রাইভিং লাইসেন্স বানাতে যথেষ্টই গড়িমসি লক্ষ্য করা যায়। উপরিউক্ত এই সকল সমস্যারই সমাধান রয়েছে। আমাদের দেশে এমনও বহু স্কুটার রয়েছে, যেগুলির সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি বা তার কম হওয়ায় সেগুলি চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়ে না। আজ এই প্রতিবেদনে তেমনই কয়েকটি ইলেকট্রিক স্কুটারের খোঁজ দেওয়া হল।

Ampere Reo Elite

Ampere Reo Elite, ইউরোপিয়ান ডিজাইন ও হালকা ওজনের একটি ইলেকট্রিক স্কুটার। এতে রয়েছে একটি স্বচ্ছ এলইডি ডিজিটাল ডিসপ্লে, যেখানে প্রয়োজনীয় যাবতীয় তথ্য ভেসে ওঠে। এছাড়া এটি শহরের রাস্তায় রেঞ্জ দেয় ৫৫ কিমি এবং হাইওয়েতে এর রেঞ্জ ৬০ কিমি। ই-স্কুটারটির সামনে ও পেছনে ১১০ মিমি ড্রাম ব্রেক আছে।

Kabira Mobility Intercity Neo

Kabira Mobility Intercity Neo অপর একটি স্টাইলিশ লুকিংয়ের বৈদ্যুতিক স্কুটার। মাত্র চার ঘণ্টায় এর ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করা যায়। এক চার্জে এর রেঞ্জ ৯০ কিমি। চমকদার স্কুটারটিতে রয়েছে স্প্রিং লোডেড সাসপেনশন এবং আরামদায়ক সিট, যা এটিকে যেকোনো ধরনের রাস্তায় চলতে সক্ষমতা দেয়। এতে আবার আছে ডিস্ক ব্রেক। এর মূল্য ৭০,০০০ টাকার কাছাকাছি।

Okinawa Lite

সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি হওয়ায় Okinawa Lite চালাতে লাগেনা কোনো লাইসেন্স। বিদ্যুৎ চালিত স্কুটারটিতে রয়েছে একটি ১.২৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতার রিমুভেবল ব্যাটারি। ৫ ঘন্টা ধরে সম্পূর্ণ চার্জ দিলে এটি ৬০ কিমি রাস্তা দৌড়াতে পারে। এর সামনের চাকায় আবার রয়েছে একটি ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। ভারতের বাজারে স্কুটারটির দাম ৬৩,৯৯০ টাকা।

Hero Electric Atria LX

৬৬,০০০ টাকা মূল্যের Hero Electric Atria LX এ রয়েছে একটি বড় ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এতে আবার রয়েছে স্টাইলিশ ডিআরএল। সামনের চাকায় টেলিস্কোপিক সাসপেনশন চড়াই উতরাই পথ পেরোতে একে সহায়তা দেয়। উপরন্তু এতে রয়েছে ক্রুজ কন্ট্রোল সিস্টেম।

Techno Electra Emerge

Techno Electra Emerge হল তালিকার সর্বশেষ স্কুটার, যার গতিবেগ ২৫ কিমি/ঘন্টা। রেঞ্জের দিক দিয়ে এটি উপরিউক্ত সকল স্কুটারকে হার মানায়, একবার চার্জে অনায়াসে ১০০ কিমি রাস্তা চলা যায় এতে। ব্যাটারি চালিত স্কুটারটিতে আবার রয়েছে ১২ লিটারের বুট স্পেস। এর সামনে ও পেছনের চাকায় যথাক্রমে ডিস্ক ও ড্রাম ব্রেক আছে।