Atum Vader: দেশের প্রথম হাই-স্পিড ক্যাফে রেসার ই-বাইক এল বাজারে ,এক চার্জে ১০০ কিমি, প্রথমে কিনলে বিশেষ ছাড়

এই প্রথম পুরোদস্তুর দেশীয় প্রযুক্তিতে তৈরি উচ্চগতির ইলেকট্রিক ক্যাফে রেসার বাইক লঞ্চ করল বৈদ্যুতিক টু-হুইলার স্টার্টআপ Atumobile যার নাম দেওয়া হয়েছে AtumVader হায়দ্রাবাদের সংস্থাটি তাদের এই নতুন ব্যাটারিচালিত মোটরবাইকটি তেলেঙ্গানার কারখানায় তৈরি হয়েছে। গত মাসেই এটি ভারতের অটোমেটিক রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা ARAI-এর থেকে অনুমোদন পেয়েছিল। তার একমাস না পেরোতেই আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে পা রাখল Atumobile AtumVader। দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। আসুন ই-বাইকটির প্রসঙ্গে বিশদে জেনে নিই।

Atumobile AtumVader একটি ২.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক পেয়েছে। যা একে এক চার্জে ১০০ কিমি পথ দৌড়তে সহায়তা সহায়তা করবে।  সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬৫ কিমি। উল্লেখ্য, ২০২০-র অক্টোবরে Atum 1.0 নামে প্রথম ধীরগতির রেসার ই-বাইক লঞ্চ করেছিল Atumobile। সংস্থার বিবৃতি অনুযায়ী এখনও পর্যন্ত তার ১,০০০-এর বেশি ইউনিট বিক্রি হয়েছে।

মজার বিষয় হল, Atumobile AtumVader -এর কেবল প্রথম ১,০০০ ক্রেতা ৯৯,৯৯৯ টাকায় বাইকটি কিনতে পারবেন। তারপর এর মূল্য বাড়িয়ে দেওয়া হবে। ৯৯৯ টাকায় সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি রিজার্ভ করা যাচ্ছে। হার্ডওয়্যারের তালিকায় রয়েছে মজবুত টিউবুলার চ্যাসিস, যার সাথে সংযুক্ত এলইডি ইন্ডিকেটর এবং টেলল্যাম্প। ১৪ লিটারের বুট স্পেস সহ বাইকটিতে দেওয়া হয়েছে সেফটি সুইচ এবং হাই এন্ড টায়ার। যে কারণে পিচের রাস্তা ছাড়াও মাঠ ঘাট চষে বেড়ানোর সক্ষমতা রয়েছে।

এই প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা ভামসি জি কৃষ্ণা বলেন, “আমরা ভারতীয় রাস্তা এবং রাইডারদের কথা বিবেচনা করে একটি ইলেকট্রিক বাইক ডিজাইন করে বাজারে আনতে সফল হয়েছি। এতে সহায়তা করেছে আমাদের গবেষণা এবং উন্নয়ন বিশেষজ্ঞ দল।” তিনি বলেন, যখন একটি স্বপ্ন বাস্তবায়িত হয়, তার অনুভূতি হয় সেরা।”