Tata Motors এর মহৎ উদ্যোগ, গাড়িতে বল মারতে পারলেই 5 লক্ষ টাকা দান

আজ থেকেই শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩। অবশ্য সংক্ষেপে আমরা একে আইপিএল (IPL) বলতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি। আজ থেকে শুরু করে আগামী দুই মাস এদেশের কোটি কোটি ক্রিকেট অনুগামী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে ১৬ তম বর্ষের আইপিএলের জমজমাট ম্যাচগুলি। ২০১৮ সাল থেকেই আইপিএল প্রতিযোগিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেশীয় গাড়ি নির্মাতা টাটা মোটরস। আর এবারের আইপিএলের অফিসিয়াল পার্টনার হিসেবেTiago EV ইলেকট্রিক গাড়ির নাম ঘোষণা করেছে টাটা।

গতকালই এই সংক্রান্ত খবর প্রকাশ করা হয় টাটার তরফে। ২০১৮ সাল থেকে টানা ৬ বছর ধরে আইপিএলের নিয়ামক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এর সাথে জোটবদ্ধ হয়ে এদেশের ক্রিকেটের উন্নতি সাধনে কাজ করে চলেছে এই ভারতীয় গাড়ি নির্মাতা। এবারের আইপিএলে টাটা মোটরসের এই নতুন উদ্যোগ স্বাভাবিকভাবেই খানিকটা বাড়তি অক্সিজেন যোগাবে আপামর ক্রিকেটপ্রেমীদের মনে।

সাধারণ জনগণের কাছে ব্যাটারি চালিত যানবাহন সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতেই এমন উদ্যোগ নিয়েছে টাটা। টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মবিলিটির মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান বিবেক শ্রীবৎস এই প্রসঙ্গে বলেন, “ভারতবর্ষের সবচেয়ে বড় এই মিডিয়া হাউসের সঙ্গে একাত্ম হওয়ার ফলে এদেশের শহর অঞ্চলের পাশাপাশি ছোট শহরগুলিতেও বৈদ্যুতিক গাড়ির সম্পর্কে উপকারী তথ্য পৌঁছে দিতে সাহায্য করবে। আমরা এই যৌথ সহাবস্থানকে সঠিকভাবে গুরুত্ব দিতে চাই এবং আগামী দিনে ভারতে যানবাহন ও পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিকরণের কাজে এক দ্রুত বৈপ্লবিক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”

চলতি বছরের আইপিএল এর ম্যাচগুলি সারা ভারতের মোট ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং আইপিএলের অফিসিয়াল পার্টনার হিসেবে প্রতিটি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন টিয়াগো ইভি মডেল জনতার সামনে প্রদর্শন করা হবে। বিগত বছরগুলিতেও Nexon, Harrier, Altroz, Safari এবং Punch মডেল গুলি এমনভাবেই প্রতিটি ম্যাচে প্রদর্শন করা হতো। এবারের এই সম্পূর্ণ কার্যকলাপ আদতে “টিয়াগো ইভি কেনার ১০০টি কারণ” নামে টাটা মোটরস দ্বারা পরিচালিত অভিযানের অন্তর্গত।

এই ক্যাম্পেইনের প্রধান লক্ষ্যই হল গ্রাহকের মধ্যে ইলেকট্রিক ভেহিকেল কেনার ব্যাপারে সমস্ত সংশয় দূর করা। এমনকি ব্যাটারি চালিত গাড়ি সম্পর্কে সাধারণভাবে তৈরি হওয়া বিভিন্ন ভ্রান্ত ধারণাকে দূরে সরিয়ে টিয়াগো ইভি কে ভারতবাসীর আরো কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই অভিযান চালিয়ে যাচ্ছে টাটা মোটরস।

উপরন্তু, এবারের আইপিএলে প্রতিটি ম্যাচের সবচেয়ে বেশি স্ট্রাইক রেট এর আধিকারি প্লেয়ারকে “Tiago.ev Electric Striker” এই পুরস্কারে সম্মানিত করা হবে। এর পাশাপাশি প্রতিটি ম্যাচের বিজয়ী দলের হাতে একটি ট্রফি এবং ১ লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে। আর সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে যে ক্রিকেটার সবচেয়ে বেশি ইলেকট্রিক স্ট্রাইকার পুরস্কার পাবেন তিনি তার বাড়িতে আস্ত একটি টিয়াগো ইভি চালিয়ে নিয়ে যেতে পারবেন।

টাটা মোটরস বরাবরই এদেশের বিভিন্ন আর্থসামাজিক কাজে অতীতেও নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবারেও এমনই আরও এক নজির স্থাপন করার পথে টাটা। প্রতিটি ম্যাচে বাউন্ডারি লাইনের পাশে থাকা টিয়াগো ইভি গাড়িটির গায়ে যতবার উড়ে আসা বল গিয়ে আঘাত করবে ততবারই দক্ষিণের রাজ্য কর্নাটকে কফি চাষের জীববৈচিত্র উন্নত করার জন্য ৫ লক্ষ টাকা প্রদান করবে টাটা। এর পাশাপাশি টাটা মোটরসের সমস্ত ইলেকট্রিক ভেহিকেল মালিকদের হাতে পৌঁছে দেওয়া হবে নির্দিষ্ট কিছু ম্যাচের টিকিট।