iPhone 14 Pro সিরিজে থাকবে 8GB র‌্যাম, দেখা যাবে নতুন ডিজাইনের ডিসপ্লে

প্রতি বছর সেপ্টেম্বর মাস নাগাদ মার্কিন সংস্থা অ্যাপল তাদের iPhone সিরিজের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি বিশ্বের দরবারে হাজির করে থাকে। গতবছর সেপ্টেম্বরে নিয়মমত লেটেস্ট iPhone 13 সিরিজের স্মার্টফোনগুলি বিশ্ববাজারে পা রেখেছে। আর এটি লঞ্চের পর থেকেই পরবর্তী লাইনআপটির আগমনের জন্য দিন গুনতে শুরু করেছেন অ্যাপল-ফ্যানরা। iPhone14 সিরিজটি লঞ্চ হতে এখনও প্রায় সাত মাস বাকি থাকলেও, ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির ডিজাইন, ক্যামেরা বা ডিসপ্লে সংক্রান্ত অনেক তথ্যই প্রকাশ্যে আসছে। এখন আবার একটি নতুন রিপোর্ট থেকে iPhone14 সিরিজের ডিভাইসগুলির মেমরি কনফিগারেশন সম্পর্কে জানতে পারা গেছে।

ফাঁস হলো iPhone14- এর র‍্যাম ক্যাপাসিটি

ম্যাকরিউমারস (MacRumors)- এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কোরিয়ান ব্লগার “yeux1122” জানিয়েছেন যে, আসন্ন আইফোন ১৪ সিরিজে ৮ জিবি র‍্যাম থাকবে। দেশীয় সাপ্লাই চেইনের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই টিপস্টার এই দাবিটি করেছেন। তিনি আরও জানিয়েছেন, আইফোন ১৪ প্রো-এর মেমরি কম্পোনেন্টগুলি সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে এবং এর ফলে সময়সূচী ত্বরান্বিত হচ্ছে বলে মনে হচ্ছে।

প্রসঙ্গত, হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ (Haitong International Securities)- এর সাপ্লাই চেইন বিশ্লেষক জেফ পু (Jeff Pu) এর আগে দাবি করেছিলেন যে, আইফোন ১৪, ৬ জিবি র‍্যাম- এর সাথে আসবে। এখন তিনি এই নতুন তথ্যটিকেও সমর্থন করেছেন। সেক্ষেত্রে, আইফোন ১৪ প্রো ও আইফোন প্রো ম্যাক্স ৮ জিবি র‌্যামের সাথে এলেও, আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স ফোনে থাকবে ৬ জিবি র‌্যাম। সুতরাং এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে অ্যাপল আইফোন মডেলগুলির মধ্যে পার্থক্য রাখার জন্য প্রো মডেলে অতিরিক্ত র‌্যাম যোগ করবে।

আরও জানা গেছে যে, iPhone 14 Pro মডেলে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, যা এখনও পর্যন্ত আইফোনে থাকা সব থেকে হাই রেজোলিউশনের ক্যামেরা সেন্সর হবে৷ এছাড়াও, শোনা যাচ্ছে iPhone 14 সিরিজের ফোনগুলিতে ফিজিক্যাল সিমের পরিবর্তে শুধুমাত্র ই-সিম (eSIM) বা ভার্চুয়াল সিম ব্যবহার করা হবে। ফোনগুলি থেকে সিম কার্ডের জন্য নির্ধারিত পোর্টটি সরিয়ে দিলে স্মার্টফোনগুলি আরও জল প্রতিরোধী হয়ে উঠবে৷

উল্লেখ্য, একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone 14 সিরিজে ডিসপ্লের ওপরে অবস্থিত ক্যামেরা নচের ডিজাইনে পরিবর্তন দেখা যাবে। অ্যাপলের ফেস আইডি আনলকিং ফিচারের জন্য প্রয়োজনীয় সমস্ত হার্ডওয়্যার থাকার কারণে সব আইফোনেই একটি বড় বক্সি নচ লক্ষ্য করা যায়। তবে আসন্ন iPhone 14 Pro- এর ডিসপ্লের ওপর দুটি ছোট কাটআউট থাকবে বলে জানা গেছে, একটি চিরাচরিত পাঞ্চ-হোল আকারের এবং অন্যটি পিলের (Pill) আকারের হবে।