Qualcomm নয়, Redmi K50 ও Realme GT Neo 3 আসছে  MediaTek Dimensity 8000 প্রসেসরের সঙ্গে

মিডিয়াটেকের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর Dimensity 9000 চিপসেট লঞ্চের এক সপ্তাহ না কাটতেই, জল্পনায় চলে এল MediaTek Dimensity 8000 প্রসেসর। স্পেসিফিকেশন বা বেঞ্চমার্ক সম্বন্ধীয় বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও, ডিজিটাল চ্যাট স্টেশনের রিপোর্ট অনুযায়ী, রেডমি সামনের বছর Dimensity 8000 প্রসেসর দিয়ে Redmi K50 এবং রিয়েলমি তাদের পরবর্তী প্রিমিয়াম হ্যান্ডসেট Realme GT Neo 3 লঞ্চ করবে।

খবর সত্যি হলে, আগামী বছর Redmi K50 সিরিজ Qualcomm Snapdragon এর পরিবর্তে MediaTek Dimensity 8000 প্রসেসরের সঙ্গে আসতে চলেছে। Redmi K50 মডেলে Dimensity 8000 ও Redmi K50 Pro-এ Dimensity 9000 প্রসেসর দেখার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২১-এর আগে Redmi তাদের ফ্ল্যাগশিপ K সিরিজে কখনও MediaTek এর চিপ ব্যবহার করেনি। Redmi K40 Gaming Edition মডেলে MediaTek Dimensity 1200 প্রসেসর দেওয়া হলেও, Redmi K40 Pro ও Redmi K40 Pro Plus মডেলে Snapdragon 888 ও Redmi K40-এ Snapdragon 870 প্রসেসর ছিল।

প্রসঙ্গত, মিডিয়াটেকের  ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ৮০০০ প্রসেসর দিয়ে ইতিমধ্যেই হাই-এন্ড স্মার্টফোন লঞ্চ করবে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। তার মধ্যে রয়েছে Redmi, Oppo, Xiaomi, Vivo, এবং Oppo-এর মতো ব্র্যান্ড। Redmi K50 সিরিজের একটি মডেলে Dimensity 9000 চিপ দেওয়া হবে বলে নিশ্চিত করেছে রেডমি। একই ভাবে, ওপ্পো জানিয়েছে তাদের Find X সিরিজের স্মার্টফোনে এই ফ্ল্যাগশিপ প্রসেসর থাকতে চলেছে। এ ছাড়াও এই চিপসেট দিয়ে আগামী বছরের ত্রৈমাসিকের মধ্যে হ্যান্ডসেট লঞ্চ করবে ভিভো, শাওমি, এবং অনর।