এগিয়ে আসছে Samsung Galaxy S21 FE, Galaxy Z Fold 3 ও Z Flip 3 এর লঞ্চের সময়, কবে বাজারে আসছে জানুন

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের পর ২৩ শতাংশ শেয়ার নিয়ে Samsung গ্লোবাল স্মার্টফোন মার্কেটে প্রথম স্থান অধিকার করেছে। এবার সাউথ কোরিয়ান টেকজায়ান্টটির পরবর্তী লক্ষ্য, শীর্ষে নিজের স্থান আরও পোক্ত করে তোলা। সেই উদ্দেশ্যেই স্যামসাং আগস্টে নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। স্যামসাংয়ের ঘরেলু মার্কেট অর্থাৎ দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম থেকে এমনই জানা গিয়েছে।

রিপোর্টে দাবি করা হয়েছে যে, Galaxy S21 FE, Galaxy Z Fold 3, এবং Galaxy Z Flip 3 সহ বিভিন্ন স্মার্টফোন বাজারে আনার জন্য স্যামসাং স্থানীয় নেটওয়ার্ক ক্যারিয়ারদের সাথে কথাবার্তা চালাচ্ছে।

রিপোর্টের দাবি যৌক্তিক হলে স্যামসাং সত্যিসত্যিই লঞ্চের তারিখ এগিয়ে আনতে চলেছে। কারণ এর আগে ডিভাইসগুলির সম্ভাব্য লঞ্চের সময়সূচি সেপ্টেম্বরেই ঠিক করা থাকতো। সেক্ষেত্রে ডিভাইসগুলি মূলত প্রতি বছর আগস্টে লঞ্চ হয়ে আসা Galaxy Note সিরিজের অভাব মেটাবে। এই প্রসঙ্গে বলে রাখি, চলতি বছর থেকে স্যামসাং নতুন করে নোট সিরিজের ফোন আর বাজারে আনবে না।

যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, তাহলে জুলাই মাস থেকেই Galaxy S21 FE -এর উৎপাদন শুরু হয়ে যাবে বলে এখন শোনা যাচ্ছে। জুলাইতে ম্যানুফ্যাকচারিং চালু হয়ে যাওয়ার পর এক মাস পরেই সেটি নিঃসন্দেহে ক্রয়ের জন্য উপলব্ধ হবে। এছাড়াও, Galaxy S21 FE-এর পাশাপাশি Samsung নতুন ফিচারের সাথে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে।

উল্লেখ্য, হালফিল সময়ে Samsung-এর ক্ল্যামশেল ডিডাইনের ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Flip 3 আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। SM-F7110 মডেল নম্বর সহ ফোনটিকে সম্প্রতি 3C সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছিল। আবার Galaxy Flip 3 স্টাইলাস পেন সাপোর্ট সহ আসবে বলে জল্পনা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি আরও ডিটেলস সমেত TENAA-র ডেটাবেসে দেখা যাবে বলে আমরা আশা করছি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন