বহু প্রতীক্ষিত Realme Q3s ভারতে এন্ট্রি নিচ্ছে Realme 9 5G SE নামে

ফেব্রুয়ারিতে রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের Realme 9 Pro স্মার্টফোন সিরিজটি। আর গতকালই (৪ মার্চ) চীনা সংস্থাটি ঘোষণা করছে, আগামী ১০ মার্চ এদেশে আত্মপ্রকাশ করতে চলেছে Realme 9 সিরিজটিও। এই লাইনআপে অন্তর্ভুক্ত Realme 9 5G এবং Realme 9 5G SE (Speed Edition) মডেল দুটির ওপর থেকে ওই দিন পর্দা সরানো হবে বলে জানা গেছে। এদিকে জল্পনা ছড়িয়েছে যে, Realme 9 সিরিজের আসন্ন SE মডেলটি গতবছর অক্টোবরে চীনের বাজারে লঞ্চ হওয়া Realme Q3s- এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে উন্মোচিত হবে।

Realme 9 5G SE হতে পারে চীনের Realme Q3s- এর রিব্র্যান্ডেড সংস্করণ

রিয়েলমি প্রকাশ করেছে, রিয়েলমি ৯ ৫জি এসই-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট এবং একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। আবার একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, আপকামিং রিয়েলমি ৯ ফোনটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে সহ আসবে। সংস্থা রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশনেও (এসই) ১৪৪ হার্টজের স্ক্রিন অফার করতে পারে।

প্রসঙ্গত, উল্লিখিত সবকটি ফিচারই চীনে উন্মোচিত রিয়েলমি কিউ৩এস-এ উপলব্ধ। এছাড়াও, রিয়েলমি ৯ ৫জি এসই মডেলের ডিজাইনটিও কিউ৩এস হ্যান্ডসেটের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, কিউ৩এস ভারতের বাজারে রিয়েলমি ৯ ৫জি এসই নামে আসছে বলেই মনে হচ্ছে। জনপ্রিয় এক টিপস্টার আরও জানিয়েছেন, স্পিড এডিশনটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে এবং এই ডিভাইসটি স্টারি গ্লো এবং অ্যাজুর গ্লো-এর মতো কালার অপশনে বাজারে উপলব্ধ হতে পারে।

রিয়েলমি কিউ৩এস-এর স্পেসিফিকেশন (Realme Q3s Specifications)

গত বছর অক্টোবের চীনে লঞ্চ হওয়া রিয়েলমি কিউ৩এস মডেলে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ফুল এইচডি রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যায়।

ক্যামেরার ক্ষেত্রে, Realme Q3s-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা,২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেখতে পাওয়া যায়। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। নিরাপত্তার জন্য, Realme Q3s ফোনে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, এই রয়েলমি ফোনে দেওয়া হয়েছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।