Oppo Reno 6 Pro ও Reno 6 Pro+ এর বিশেষ বিশেষ ফিচার ফাঁস, দেখা গেল TENAA সার্টিফিকেশন সাইটে

Oppo, Reno 6 সিরিজের স্মার্টফোন আগামী ২২ মে চীনে লঞ্চ করবে বলে জল্পনা রয়েছে। যদিও সংবাদমাধ্যম এবং টিপস্টারদের এমন দাবিকে Oppo এখনও স্বীকৃতি দেয়নি। এমনকি Reno 6 সিরিজে কতগুলি হ্যান্ডসেট থাকবে, তা এখনও অফিসিয়ালভাবে জানানো হয়নি। তবে সম্প্রতি PEPM00 ও PENM00 মডেল নম্বর সহ দুটি স্মার্টফোন চীনের 3C সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছিল। মডেল নম্বর দু’টি আসলে Reno 6 সিরিজের স্মার্টফোন বলে টিপস্টারেরা দাবি করছিলেন। এখন এই একই মডেল নম্বর সহ দু’টি ডিভাইস চীনের TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। একের পর এক সার্টিফিকেশন সাইটে লঞ্চ হওয়ার অর্থ Reno 6 সিরিজ লঞ্চ হতে বেশি দিন বাকি নেই।

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, PEPM00 মডেল নম্বরের ফোনটি Reno 6 Pro ও PENM00 মডেল নম্বরের ফোনটি Reno 6 Pro+ নামে লঞ্চ হবে। TENAA লিস্টিং থেকে শুধুমাত্র এদের আকৃতি, ডিসপ্লে সাইজ, অ্যান্ড্রয়েড ও ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা গিয়েছে।

PEPM00 মডেল নম্বরের Reno 6 Pro-এর আকৃতি ১৬০x৭৩.১x৭.৬ মিমি এবং এতে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ২,২০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি থাকবে। অর্থাৎ, ফোনটির ব্যাটারি ৪,৫০০ এমএএইচ বলে মার্কেটিং করার সম্ভাবনা আছে।

অন্যদিকে, PENM00 বা Oppo Reno 6 Pro+ এর আকৃতি ১৬০.৮x৭২.৫x৭.৯৯ মিমি। Reno 6 Pro-এর মতো এটিও ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং ২,২০০ এমএএইচ ডুয়াল-সেল ব্যাটারি সহ আসবে।

আগামী কয়েকদিনের মধ্যে দু’টি ফোনের TENAA লিস্টিং আরও স্পেসিফিকেশন সহ আপডেট হবে বলে আমরা প্রত্যাশা রাখতে পারি। উল্লেখ্য, Reno 6 Pro ও Reno 6 Pro+ এর অস্বিত্ব নিশ্চিত করা গেলেও এই সিরিজের বেস মডেল Reno 6 সর্ম্পকে বিশেষ কিছু জানা যায়নি। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, PEQM00 মডেল নম্বরের একটি স্মার্টফোনের ওপর Oppo কাজ করছে। এটি Reno 6 নামে লঞ্চ হবে কীনা, সেটাই এখন দেখার বিষয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন