Apple চলতি বছরে আনছে সবচেয়ে বড় iPad Air, থাকবে 12.9 ইঞ্চি ডিসপ্লে সহ এই সুবিধা

iPad Air 12.9 inch মডেলে এর পূর্বসূরীদের মতোই স্লিম বডি ও অল স্ক্রিন ডিজাইন দেখা যাবে

Apple শীঘ্রই ১২.৯ ইঞ্চি স্ক্রিন সহ নতুন বড় iPad Air লঞ্চ করতে চলেছে। এর নাম রাখা হতে পারে iPad Air 6tg Gen। আর এতে অ্যাপলের এম২ চিপসেট ব্যবহার করা হবে। নতুন এই আইপ্যাডের কথা গত অক্টোবরে জানা গিয়েছিল। এখন আবার ৯১মোবাইলস এই আইপ্যাড সম্পর্কে কিছু তথ্য সামনে এনেছে।

৯১মোবাইলস তাদের রিপোর্টে বলেছে, iPad Air 12.9 inch মডেলে এর পূর্বসূরীদের মতোই স্লিম বডি ও অল স্ক্রিন ডিজাইন দেখা যাবে। আবার এর উপরের দিকে থাকবে টাচ আইডি বাটন এবং নিচে স্পিকার গ্রিলস। এছাড়াও নতুন iPad Air সাইড সুইচ ও ইউএসবি-সি টাইপ পোর্ট সহ আসতে পারে।

তবে এর রিয়ার ক্যামেরার ডিজাইন কিছুটা ভিন্ন থাকবে। নতুন iPad Air এর ক্যামেরা লেন্স ও এলইডি ফ্ল্যাশ এর চারপাশে বর্ডার দেখা যেতে পারে। যদিও এই সামান্য পরিবর্তন ছাড়া নতুন মডেলের ডিজাইন আগের মতোই হবে।

কিছুদিন আগে ব্লুমবার্গ তাদের একটি রিপোর্টে জানিয়েছিল যে, Apple নতুন 12.9 inch iPad Air সহ আরো চারটি মডেল বাজারে আনতে চলেছে যাদের কোডনেম J507, J508, J537 ও J38। এই মডেলগুলি ওয়াইফাই ও সেলুলার, উভয় ভার্সনে পাওয়া যাবে।