মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন খুঁজছেন? দেখে নিন কোন ফোনগুলি ভারতে তৈরী হয়

সীমান্তে ২০ জন সেনা শহীদ হওয়ার পর থেকেই ভারতীয়রা চীনা প্রোডাক্ট বয়কটের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হচ্ছেন। সবাই চাইছে দেশীয় কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে। কিন্ত ভারতের স্মার্টফোন মার্কেটের কথা বললে, এখানে সমগ্র মার্কেটের ৭৭ শতাংশ দখল করে আছে চীনা স্মার্টফোন কোম্পানিগুলি। ভারতীয় স্মার্টফোন কোম্পানিগুলি সস্তায় উন্নত মানের স্মার্টফোন এনে মানুষের বিশ্বাস অর্জন করতে পারিনি।

তাই আপনি যদি এইমুহূর্তে ভারতীয় স্মার্টফোন কোম্পানির কোনো ফোন খুঁজে থাকেন তাহলে আপনাকে বেশি দাম দিয়েই খারাপ মানের স্মার্টফোন কিনতে হতে পারে। কিন্তু আপনি যদি চান ‘মেড ইন ইন্ডিয়া’ ফোন কিনতে তাহলে কিন্তু বিকল্প কম নেই। আমরা ‘মেড ইন ইন্ডিয়া’ বলতে ভারতে অ্যাসেম্বল হওয়া ফোনগুলির কথা বলছি। আসুন জেনে নিই ভারতে এখন কোন কোন ফোন তৈরী হয়।

প্রথমে Nokia স্মার্টফোনের কথা বলি। আপনাকে জানিয়ে রাখি নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন তৈরী করে এইচএমডি গ্লোবাল। কোম্পানি কয়েকদিন আগেই জানিয়েছে যে তারা ফিনল্যান্ডে ফোনের ডিজাইন করে এবং ভারতে অ্যাসেম্বল করে। আমরা জানতে পেরেছি কোম্পানির অন্ধ্র প্রদেশের ফ্যাক্টরিতে Nokia 7.2,Nokia 7.1,Nokia 6.2,Nokia 5.3,Nokia 3.2,Nokia 2.3 এর মত ফোনগুলি তৈরী হয়।

এবার Xiaomi-র কথা বলি। কোম্পানির তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও উত্তর প্রদেশের ফ্যাক্টরিতে Redmi 8, Redmi 8A,Redmi 8A Dual,Redmi Note 7Pro,Redmi Note 8,Redmi Note 8 Pro,Redmi Note 9 Pro,Redmi Note 9 Pro Max,Redmi K20,Redmi K20 Pro,POCO F1,POCO X2, Mi A3 এর মত ফোনগুলি তৈরী হয়।

ভারতের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড Samsung-র নয়ডাতে একটি ফ্যাক্টরি আছে। এটি দুনিয়ায় সবচেয়ে বড় ফ্যাক্টরিগুলির একটি। কোম্পানি Galaxy Note 10 Lite,Galaxy S10 Lite,Galaxy S20/ 20+/ S20 Ultra,Galaxy Fold, Galaxy Z Flip ফোনগুলিকে বাইরের থেকে আনলেও Galaxy Note 10/ Note 10+,Galaxy S10/ S10e/ S10+,Galaxy M01,Galaxy M11,Galaxy M21,Galaxy M31,Galaxy M30s,Galaxy M30,Galaxy A21s,Galaxy A31,Galaxy A51,Galaxy A71,Galaxy A70s,Galaxy A50s,Galaxy A30s,Galaxy A20s,Galaxy A10s,Galaxy A80,Galaxy A50,Galaxy A2 Core ফোনগুলিকে এই ফ্যাক্টরিতে তৈরী করে।

প্রায় ১০ হাজার কর্মচারী নিয়ে নয়ডাতে ভিভো তাদের ফ্যাক্টরিতে প্রতি মাসে ৩-৪ কোটি স্মার্টফোন তৈরী করে। কোম্পানির ভারতে তৈরী ফোনগুলির মধ্যে Vivo Y50,Y19, S1 Pro, V17, V19, Y91, Y11, U20, V17 Pro, U10, Z1x, S1, V15, V15 Pro, Y91i, Z1 Pro, iQOO 3, Y12 অন্তর্ভুক্ত।

আরেক চীনা স্মার্টফোন কোম্পানি অপ্পো ও নয়ডাতে তাদের ফ্যাক্টরি তৈরী করেছে। এখানে রিয়েলমি ও ওয়ানপ্লাসও তাদের ফোন তৈরী করে। এই ফ্যাক্টরিতে Oppo-র Find X2, Reno 3 Pro, Reno 2, Reno 2F, Reno 2Z, Reno 10x Zoom, F15,F11, F11 Pro, A31 2020, A9 2020, A52,A5 2020, A12, A11K,K3 ফোনগুলি তৈরী হয়।

আবার রিয়েলমির X3, X3 SuperZoom, X50 Pro, X2 Pro, X2 Pro Master Edition, X2, X, X Master Edition, XT, 6 Pro, 6, 5 Pro, 5s, 5, 3 Pro, 3, 3i, Narzo 10, Narzo 10A, C3, C2 ফোনগুলি এই ফ্যাক্টরিতে তৈরী হয়। অন্যদিকে ওয়ানপ্লাসের ৭ ও ৮ সিরিজ এখানে তৈরী হচ্ছে।

অন্যান্য ফোন যেগুলি ভারতে তৈরী হয় :

অ্যাপল তাদের iPhone XR, iPhone 7, iPhone 6s ফোনগুলি ভাবতে তৈরী করে। যদিও iPhone 11, 11 Pro, 11 Pro Max, iPhone XS, XS Max, iPhone 8, 8 Plus ভারতে তৈরী হয়না। এদিকে কোম্পানি জলদি ভারতে আইফোন এসই ২০২০ এর প্রোডাকশন শুরু করতে চলেছে।

আবার জনপ্রিয় কোম্পানি Motorola তাদের Razr 2019, One Fusion+, One Vision, One Action, One Macro, G8 Power Lite, G8 Plus, E6s ফোনগুলির অ্যাসেম্বল ভারতে করে।

আপনাকে জানিয়ে রাখি মাইক্রোম্যাক্সের উত্তরাখন্ডে এবং লাভার উত্তর প্রদেশে কারখানা রয়েছে। মাইক্রোম্যাক্স গত ১২ মাসে কোনও ফোন লঞ্চ করেনি। লাভা ফোনগুলি ভারতে তৈরি। ইন্টেক্স তাদের ফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে Infinix এর Hot 9, Hot 9 Pro, Hot 8, Hot 7, Hot 7 Pro, S5 Pro, S5, S5 Lite, S4 ফোনগুলি ভারতে তৈরী হয়। টেকনো ও আইটেল ও তাদের প্রোডাক্ট ভারতে অ্যাসেম্বল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *