সিঙ্গেল চার্জে চলবে ১০০ কিমি, বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার Dao 703

ভারতে এখন ইলেকট্রিক স্কুটারের সংখ্যা অগণিত। ই-স্কুটার বাজারে প্রতিষ্ঠিত মেইনস্ট্রিম টু-হুইলার ব্র্যান্ডগুলির সঙ্গে এখন ই-মোবিলিটি ব্র্যান্ডগুলির জোর টক্কর চলছে। নতুন সংস্থার আগমনে ইলেকট্রিক স্কুটার বাজারে প্রতিযোগিতা যে আরও বাড়তে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এমনই এক স্টার্টআপ কোম্পানি Dao, ভারতে প্রিমিয়াম ই-স্কুটার নিয়ে হাজির হয়েছে৷ যার নাম Dao 703।

Dao 703 ইলেকট্রিক স্কুটারের IP57 রেটিংযুক্ত ওয়াটারপ্রুফ BLDC মোটর এবং ৭২ ভোল্ট ক্ষমতার লিথিয়াম-আইরন-ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মোটরের সর্বোচ্চ পাওয়ার আউটপুট ৩.৫ কিলোওয়াট। মোটরটি কত এনএম টর্ক উৎপন্ন করে, তা অবশ্য Dao বলেনি। তবে স্কুটারটি সিঙ্গেল চার্জে ১০০ কিমি পথ পাড়ি দিতে পারবে বলে কোম্পানি দাবি করেছে। Dao 703 ই-স্কুটারের টপ স্পিড ৭০ কিমি/ঘন্টা।

Dao 703-এর সামনে টেলিস্কোপিক ফোর্কস ও পিছনে অ্যাডজেস্টেবল শক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সংক্রান্ত কার্য সম্পাদনার জন্য কম্বি ব্রেকিং সিস্টেম সহ দু’দিকেই সিঙ্গেল ডিস্ক ব্রেক দেখা যাবে। ব্যাটারি বাদ দিলে স্কুটারের মোট ওজন ৮৫ কেজি৷ ব্যাটারির ওজন অজানা। তবে এটিও হালকা বলেই মনে হচ্ছে।

Dao 703

ফিচারের দিক থেকেও Dao 703 বৈদ্যুতিক স্কুটার নিরাশ করবে না। এতে ৯ ইঞ্চি ডিজিটাল এলসিডি ডিসপ্লে, রিভার্স গিয়ার, প্রথাগত কিল স্যুইচের পরিবর্তে ইন্টেলিজেন্ট রিলিজ সিস্টেম, ক্রুজ মোড, ইউএসবি চার্জিং মোড, ওয়ান ক্লিক রিপেয়ার ফাংশন, সেন্ট্রাল লক, কীলেস ইগনিশন, অ্যান্টি-থেফ্ট এলার্ম, ফাইন্ড মাই স্কুটার ফাংশন, এলইডি লাইটিং, ২৮ লিটার বুট স্পেস স্কুটারে রয়েছে। আবার স্কুটার উলটে গেলে বা পড়ে গেলে অটোমেটিক ভাবে পাওয়ার অফ হয়ে যাবে।

Dao 703 ই-স্কুটার সাদা, লাল, নীল, এবং মিন্ট ব্লু শেডে বেছে নেওয়া যাবে। লঞ্চের সময় Dao অবশ্য ইলেকট্রিক স্কুটারটির দাম ঘোষণা করেনি। তবে এই বিষয়ে আমরা কোনো তথ্য পেলে সেটি দ্রুততার সাথে আপডেট করার চেষ্টা করবো।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন