দামে কম মানে ভাল, সস্তায় AI ক্যামেরাযুক্ত নতুন মোবাইল ফোন লঞ্চ করল Coolpad

গ্লোবাল মার্কেটে শাওমি (Xiaomi), ভিভো (Vivo) বা ওপ্পো (Oppo)-এর মতো তেমন জনপ্রিয় না হলেও, চীনে বেশ সুনাম আছে কুলপ্যাড (Coolpad)-এর। সংস্থাটি এখন আমজনতাকে লক্ষ্য করে সস্তায় একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Coolpad Grand View Y60। এতে ৯০ হার্টজ ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল রিয়ার ক্যামেরা ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নিই।

Coolpad Grand View Y60:স্পেসিফিকেশন, ফিচার

কুলপ্যাড গ্র্যান্ড ভিউ ওয়াই৬০-তে ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৪৫ ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি স্ট্যান্ডার্ড ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটিতে ইউনিসক টি৭৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র‍্যাম + ১২৮ স্টোরেজ, ৬ জিবি র‍্যাম + ১২৮ স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ স্টোরেজ অপশন মিলবে। নতুন কুলপ্যাড স্মার্টফোনটি কুলওএস ৩.০ (COOLOS 3.0) অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য, কুলপ্যাড গ্র্যান্ড ভিউ ওয়াই৬০- এর রিয়ার ক্যামেরা সেটআপে এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ০.০৮ মেগাপিক্সেলের অক্লুশন প্রম্পট লেন্স বর্তমান। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে৷ ক্যামেরাগুলি নিখুঁত শট এবং ভিডিয়োর জন্য ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) অ্যান্টি-শেক মোড এবং ২১-সিন এআই (AI) রিকগনিশন সাপোর্ট করে।

এছাড়া, Coolpad Grand View Y60 ফোনটি 5G নেটওয়ার্ক সংযোগ সাপোর্ট করে এবং এতে সর্বোচ্চ ৯৫ ডেসিবল (dB) সাউন্ড আউটপুট রয়েছে। হ্যান্ডসেটটি ওয়াই-ফাই এবং ব্লুটুথ সাপোর্টও অফার করে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Coolpad Grand View Y60-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Coolpad Grand View Y60-এর মূল্য এবং লভ্যতা

চীনে Coolpad Grand View Y60-এর বেস ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৭৭০ টাকা), যেখানে ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটির মূল্য ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৯৫০ টাকা)। আর টপ-এন্ড ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৫,৩০০ টাকা) মূল্যে কেনা যাবে। স্মার্টফোনটি অরোরা ব্লু এবং কার্বন ব্ল্যাক – এই দুই কালার অপশনে পাওয়া যাচ্ছে। Coolpad Grand View Y60 গ্লোবাল মার্কেটে আসবে কিনা, সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানায়নি সংস্থা।