নতুন লঞ্চ হওয়া Honda CB300F এর থেকে অনেক সস্তায় পাবেন আরও শক্তিশালী বাইক, 5 বিকল্পের সন্ধান রইল

নতুন নতুন মোটরসাইকেল লঞ্চ হওয়ার ফলে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে দেশের টু-হুইলার বাজারে। তবে নয়া মডেল লঞ্চের দিক থেকে বেশ পিছিয়ে Honda। তার উপর চাপ বাড়িয়ে সদ্য বাজারে এসেছে TVS Ronin এবং Royal Enfield Hunter 350। তাই উপায় না দেখে শেষমেষ ভারতে CB300F স্ট্রিটফাইটার বাইক লঞ্চ করেছে Honda। দুটি ভ্যারিয়েন্টে এসেছে জাপানি বাইকটি – Deluxe ও Deluxe Pro। এদের দাম যথাক্রমে ২,২৫,৯০০ ও ২,২৮,৯০০ টাকা (এক্স-শোরুম)। অবশ্য ভারতে একই রেঞ্জে এর চেয়েও আরও শক্তিশালী মোটরসাইকেল উপলব্ধ। এই প্রতিবেদনে Honda CB300F এর তেমনই পাঁচ সেরা বিকল্পের খোঁজ রইল।

KTM 250 Duke

Honda CB300F-র সম সেগমেন্টে অধিষ্ঠান করে KTM 250 Duke। অস্ট্রিয়ান স্ট্রিটফাইটার বাইকটি আরও জোরদার পারফরম্যান্স অফার করে। এতে উপস্থিত একটি ২৪৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার মিল, যা থেকে সর্বোচ্চ ৩০ পিএস শক্তি এবং ২৪ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটি দাম ২,৩৭,২২২ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ মাত্র ৮ হাজার টাকা বেশি খরচ করলেই জাপানি কাউন্টারপার্টের চাইতে মিলবে অধিক পারফরমেন্সের বাইক।

KTM RC 200

কেটিএম-এর অপর একটি মডেল RC 200 সুপারস্পোর্টের সেরা অভিজ্ঞতা দেয়। ২,১৪,৬৮৮ টাকা দামের মধ্যে যা অন্য মডেলে পাওয়া সম্ভব নয়। আবার Honda CB300F-র চাইতে এর মূল্য ১১,২১২ টাকা কম। চলার জন্য এতে উপস্থিত একটি ১৯৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ২৫.৮ পিএস শক্তি ও ১৯.৫ এনএম টর্ক পাওয়া যায়। যা Honda CB300F আউটপুটের তুলনায় বেশি।

Royal Enfield Himalayan

যারা ভ্রমণ পছন্দ করেন, তাদের জন্য সর্বোৎকৃষ্ট বিকল্প Royal Enfield Himalayan। বাজারে বাইকটি ২,১৪,৫১৯ টাকায় বিকোয়। গত ৫ বছর ধরে এবড়োখেবড়ো দুর্গম রাস্তায় জারিজুরি দেখিয়ে আসছে বাইকটি। যে ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে লং ট্রাভেল সাসপেনশন, দীর্ঘ ফ্রন্ট স্পোক হুইল, দুর্দান্ত চ্যাসিস এবং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। CB300F-র তুলনায় এর মূল্য ১১,৩৮১ টাকা কম। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে বাইকটির গুরুত্ব অপরিসীম।

Bajaj Dominar 400

যদি দূরপাল্লার রাস্তা দ্রুতগতিতে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পেতে চান, সেক্ষেত্রে Bajaj Dominar 400-এর জুড়ি মেলা ভার। ৩৭৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে রাস্তায় গতির ঝড় তুলতে সিদ্ধহস্ত বাইকটি। এর মোটর থেকে ৪০ পিএস এবং ৩০ এমএম আউটপুট পাওয়া যায়। আউটপুট বেশি হওয়ার পাশাপাশি দামের (২,৩৬২ টাকা কম) দিক থেকেও Honda CB300F-কে হার মানায় Dominar 400।

Yezdi Roadster

Yezdi Roadster এর মূল্য ২,০৭,৯০০ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ Honda CB300F-র তুলনায় প্রায় ১৮,০০০ টাকা সাশ্রয়কারী এটি। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে দেওয়া হয়েছে একটি ৩৩৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ২৯.৭ পিএস শক্তি এবং ২৯ এমএম টর্ক উৎপন্ন হয়। নিও-রেট্রো বাইকটি দীর্ঘ পথ আরামের সাথে চলার উপযুক্ত করে ডিজাইন করা হয়েছে। যারা অফিসে বাইক নিয়ে যাওয়ার পাশাপাশি সপ্তাহান্তে দূরবর্তী ভ্রমনের শখ রয়েছে, তারা এটি বেছে নিতে পারেন।