শক্তিশালী ব্যাটারির সাথে লঞ্চ হলে iQoo U1, ৬ জিবি র‌্যামের দাম ১৩ হাজার টাকা

ভিভো-র সাব ব্র্যান্ড iQOO কে আমরা সস্তা 5G ফোন লঞ্চ করার জন্য জানি। কোম্পানিটি ইতিমধ্যেই বেশ কয়েকটি ৫জি ফোন ভারতে লঞ্চ করেছে। কিন্তু এবার আইকো চীনে ৪জি ফোন লঞ্চ করলো। iQoo U1 নামে বাজারে আসা এই ফোনে বড় ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আশা করা যায় আইকো ইউ১ ফোনটি শীঘ্রই ভারতে আসবে। আসুন এই বাজেট ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

iQoo U1 দাম:

এটি কোম্পানির এখনও পর্যন্ত আশা সবচেয়ে সস্তা ফোন। iQoo U1 এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম প্রায় ১৩,০০০ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম যথাক্রমে প্রায় ১৫,০০০ টাকা ও ১৭,০০০ টাকা। ফোনটি নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে।

iQoo U1 স্পেসিফিকেশন:

আইকো ইউ১ ফোনে পাবেন ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর রেজুলেশন ১০৮০ x ২,৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে আছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, গ্রিফিক্সের জন্য এতে অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ পাবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে অ্যান্ড্রয়েড ১০ বেসড আইকো ইউআই ইন্টারফেস রয়েছে।

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এখানে ওটিজি রিভার্স চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন।