Samsung-এর এই 5G ফোন এখন মিলছে জলের দরে, সারাদিন ঘাঁটলেও শেষ হবে না চার্জ

অন্যান্য ব্র্যান্ডের মতই Samsung-ও এখন বাজারে বাজেট সেগমেন্টে শক্তিশালী ফিচার এবং ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোন নিয়ে আসছে। তাই এখন কম দামেও বিশ্বের এক নম্বর স্মার্টফোন কোম্পানিটির কোনো মডেল কেনা অসম্ভব নয়। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে একটি Samsung ফোন কিনতে চান এবং আপনার বাজেট হয় ২০,০০০ টাকা, তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি দারুণ অফারের সন্ধান। আসলে এখন Amazon India-য় Samsung Galaxy M33 5G ৭,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার কাজে লাগিয়ে ফোনটিতে আরও সাশ্রয় করতে পারবেন। আর ফিচারের দিক দিয়ে এই ফোনটি সেরা – কারণ এতে কোয়াড ক্যামেরা সেটআপ, ভালো ডিসপ্লে এবং বিশাল ব্যাটারি রয়েছে। তো আসুন, এখন দেখে নিই Samsung Galaxy M33 5G-তে ঠিক কী কী অফার পাওয়া যাচ্ছে…

ব্যাপক ছাড়ে মিলছে Samsung Galaxy M33 5G ফোন, এখনই কিনে ফেলুন

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ২৪,৯৯৯ টাকা, তবে অ্যামাজন কিকস্টার্টার ডিলসে (Kickstarter Deals) এই ফোনটি ২৮% ছাড়ে ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আপনি এইচএসবিসি (HSBC) ক্যাশব্যাক কার্ড ক্রেডিট ব্যবহার করে ফোনটি কিনলে ৫% অতিরিক্ত ছাড় পাবেন।

শুধু তাই নয়, আপনি যদি কোনো পুরোনো ফোনের বদলে এই স্যামসাং ফোনটি কেনেন, তাহলে পেতে পারেন ১৬,৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। অর্থাৎ সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি খরিদ করতে দেড় হাজার টাকার কাছাকাছি খরচ হবে। উল্লেখ্য, এই ফোন ডিপ ওসিয়ান ব্লু (Deep Ocean Blue), এমারেল্ড ব্রাউন (Emerald Brown) এবং মিস্টিক গ্রিন (Mystic Green) কালার অপশনে উপলব্ধ।

Samsung Galaxy M33 5G ফোনের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি-তে আছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি টিএফটি (TFT) এলসিডি ডিসপ্লে। এক্ষেত্রে পারফরম্যান্সের জন্য ফোনটিতে এক্সিনস ১২৮০ (Exynos 1280) প্রসেসর দেওয়া হয়েছে, সাথে আছে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সুবিধা। এক্ষেত্রে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ স্পেস বাড়ানো যেতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের এটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। তাছাড়া ফটোগ্রাফির এই হ্যান্ডসেটটিতে দেখা যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।