Redmi ফোন প্রেমীদের জন্য দারুন অফার নিয়ে এলো অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল

Amazon Great Freedom Festival Sale: স্বাধীনতা দিবস উপলক্ষে বহু ই-কমার্স সাইট তাদের গ্রাহকদের জন্য লোভনীয় সেলের আয়োজন করেছে। পিছিয়ে নেই Amazon -ও, তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছে Great Freedom Festival সেল। এই সেলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে স্মার্টফোনের ওপর। এই সেল থেকে আপনারা Redmi ব্র্যান্ডের লেটেস্ট স্মার্টফোনগুলি ২১% পর্যন্ত ডিসকাউন্টের সাথে কিনে নিতে পারবেন। আর যারা SBI এর ক্রেডিট কার্ড হোল্ডার তারা ধার্য মূল্যের ওপর আরো ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার, ইএমআই-এর সুবিধা। আসুন অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে রেডমির কোন ফোনগুলির ওপর ছাড় পাওয়া যাচ্ছে জেনে নেওয়া যাক।

Amazon Great Freedom Festival সেলে উপলব্ধ Redmi স্মার্টফোনের ওপর অফার

Redmi Note 10S: ১৫,৯৯৯ টাকা (নো কস্ট ইএমআই শুরু ৭৫৩ টাকা থেকে)

রেডমির এই লেটেস্ট স্মার্টফোনে আছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দ্বারা চালিত। থাকছে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা ৩৩ ওয়াট ফাস্ট-চার্জিং সাপোর্ট করবে।

Redmi Note 10 Pro Max: ১৮,৯৯৯ টাকা (কুপন সহ)

রেডমি নোট ১০ প্রো ম্যাক্স স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।

Redmi Note 9 Pro: ১২,৬০০ টাকা (SBI কার্ড অফারে ১,৩৯৯ টাকা ডিসকাউন্ট)

৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লের সাথে আসা এই ফোনটি, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর দ্বারা চালিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে (এমআইইউআই) কাজ করবে। উক্ত ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের এআই (AI) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। এছাড়া, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ডিফল্ট রূপে পাওয়া যাবে।

Redmi 9 Power : ১৩,৪৯৯ টাকা (ইএমআই শুরু ৬৫৩ টাকা থেকে)

এই মূল্য ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি UFS ২.২ স্টোরেজের। রেডমি ৯ পাওয়ার ফোনে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে দেখা যাবে। সাথে ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।

Redmi Note 10 Pro : ১৬,২৪৯ (SBI কার্ড অফারে ১,৭৫০ টাকা ডিসকাউন্ট)

রেডমির লেটেস্ট স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হলো নোট ১০ প্রো মডেলটি। এই স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন মোড সহ ছবি তোলার জন্য হ্যান্ডসেটে ৬৪ মেগাপিক্সেল কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। সুতরাং, ডিসপ্লে থেকে প্রসেসর, সব ফিচারের নিরিখে এই স্মার্টফোনটি গেমারদের জন্য খুবই ভালো বিকল্প।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন