এই চারটি কারনে আপনার ফোনে আগুন লাগতে পারে, সর্তক হোন

চলতি বছরে বিশ্বজুড়ে একাধিক স্মার্টফোন ব্লাস্টের খবর আমাদের কানে এসেছে। অনেকেই হয়তো খবরগুলি শোনার পর বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু এই সব ঘটনায় কখনও কোনো ইউজার আহত হয়েছেন, তো কেউ আবার সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। ফলে স্মার্টফোন ব্লাস্ট হওয়া একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে, ম্যানুফ্যাকচারিংয়ের সময়ে স্মার্টফোনে কম্পোনেন্টগত কোনো ত্রুটি দেখা দিলেই তা তৎক্ষণাৎ মেরামত করে দেওয়া হয়। তা সত্ত্বেও, কেন ফোনে আগুন লাগছে? যদিও এর উত্তরটা কিন্তু আমাদের কাছে আছে। আসলে বেশিরভাগ মোবাইল ইউজাররা ভুলবশত এমন কিছু কাজ করে ফেলেন, যার প্রভাব সরাসরি স্মার্টফোনের উপর গিয়ে পড়ে। আর পরিণামে ফোনে আগুন ধরার মতো ঘটনা ঘটে থাকে। তাই আজ আমরা এই প্রতিবেদনে এমন ৪টি বিষয় সম্পর্কে জানাবো, যেগুলির জন্য সাধারণত স্মার্টফোনের ব্যাটারিতে আগুন লাগে। এই বিষয়গুলি মাথায় রাখলে স্মার্টফোন ব্লাস্টের ঘটনাকে এড়িয়ে যাওয়া অনেকটাই সম্ভব।

স্মার্টফোন ব্লাস্ট হওয়ার ৪টি মুখ্য কারণ

ভিন্ন কোম্পানি বা সস্তার চার্জার ব্যবহার করা বন্ধ করুন

আপনি যদি স্মার্টফোন চার্জ করার জন্য বাড়িতে থাকা যেকোন চার্জার ব্যবহার করে থাকেন, তাহলে জানিয়ে দিই এর জন্য আপনার মোবাইলের ব্যাটারি ক্ষতিগ্রস্থ হতে পারে। এমনকি ফোন বিস্ফোরণ হওয়ার পিছনে এটি একটি অন্যতম বড় কারণও বটে। আসলে, স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটির তুলনায় কম বা বেশি ওয়াট পাওয়ারের চার্জার ব্যবহার করলে স্মার্টফোনে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত, ব্যাটারিতে যেহেতু সরাসরি প্রভাব পড়ে, সেহেতু বারংবার এমনটা করলে ফোন ওভার হিট হয়ে ফেটেও যেতে পারে। তাই এই ধরণের ঘটনাকে এড়ানোর জন্য সর্বদা ফোনের রিটেল বক্সে থাকা চার্জার ব্যবহার করুন এবং চার্জার খারাপ হয়ে গেলে সংস্থার অনলাইন বা অফলাইন স্টোর থেকে তা কিনে নিন।

ফোনে ভারী অ্যাপ ডাউনলোড করলে হতে পারে বিপদ

প্রত্যেকটি স্মার্টফোনে একটা নির্দিষ্ট স্টোরেজ ক্যাপাসিটি আছে। তবে আমরা অনেকেই স্টোরেজ লিমিটকে গুরুত্ব না দিয়ে, একাধিক ভারী অ্যাপ ডাউনলোড করে থাকি। যার ফলে, প্রসেসরের উপর প্রচন্ড চাপ পরে এবং ফোনে ওভার হিটিংয়ের সমস্যা দেখা দেয়। এমনটা হলে হ্যান্ডসেটে ইন্টারনাল ড্যামেজ হতে পারে। যার দরুন, আপনার ব্যবহৃত ফোনটি যেকোনো মুহূর্তে ব্লাস্ট করতে পারে। তাই ফোনে অতিরিক্ত ভারী অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করার থেকে বিরত থাকুন।

স্মার্টফোন বেশিক্ষন ব্যাগে রাখা থেকে বিরত থাকুন

রাস্তায় যাতায়াত করার সময়ে আমরা অনেকেই নিজেদের স্মার্টফোন ব্যাগে বা অফিস ব্রিফকেসে রেখে দিই। মূলত ফোনটি যাতে চুরি হয়ে বা হারিয়ে না যায়, কিংবা সরাসরি রোদ লেগে যাতে নষ্ট না হয়ে যায় এমনটা ভেবেই আমার এই কাজ করে থাকি। কিন্তু ভালো করার পরিবর্তে আমার অজান্তেই ফোনের ক্ষতি করছি এমনতর কাজ করে। কারণ, দীর্ঘক্ষণ ধরে ব্যাগ বন্ধ থাকলে তাতে বায়ুচলাচল ঘটে না এবং ভিতরের তাপমাত্র বেড়ে যায়। ফলে ফোনে কোনো ভাবে হাওয়া-বাতাস না লাগার দরুন, সেটি গরম হয়ে গিয়ে ব্লাস্ট করতে পারে। তাই যদি আপনারা পকেটে বা হাতে মোবাইল রাখেন তাহলে স্মার্টফোন বিস্ফোরণের কান্ড এড়িয়ে যাওয়া যাবে।

স্মার্টফোন চার্জ করার সময়ে এই বিষয়টি খেয়ালে রাখুন

স্মার্টফোনের চার্জিং বারের দাগ সামান্য কমতেই আমরা অনেকে সেটিকে চার্জে বসিয়ে দিই। কিন্তু, এমন ভাবে বারংবার চার্জ বসানোর অর্থ ব্যাটারিতে চাপ সৃষ্টি করা। আর জেনে রাখবেন, ব্যাটারিতে যদি বেশি চাপ পড়ে তবে কিন্তু ফোনেও তার প্রভাব পড়বে। তাই ফোনের চার্জ শেষ হতে দিন (২০% থাকলে চার্জ দিন) এবং এরপর চার্জে বসান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন