লক্ষ লক্ষ Airtel গ্রাহক আজ থেকেই পাচ্ছে 5G সিগন্যাল, এক্ষুনি আপনি নেটওয়ার্ক সেটিংস বদলান

Avatar

Published on:

How to get Airtel 5G Signals on your phone

ভারতে আজ আনুষ্ঠানিকভাবে 5G পরিষেবা চালু হয়েছে এবং এয়ারটেল ব্যবহারকারীরা দেশের ৮টি শহরে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা পেতে শুরু করেছে। অনেক ব্যবহারকারী তাদের স্মার্টফোনে 5G সিগন্যাল পেতে শুরু করেছে এবং স্ক্রিনের উপরে 5G লেখা দেখা যাচ্ছে।

আপনি যদি ওই নির্বাচিত শহরগুলিতে থাকেন, তাহলে আপনার স্মার্টফোনেও 5G -র একটি নতুন চিহ্ন দেখা যাবে। তবে মনে রাখবেন, এর জন্য আপনার স্মার্টফোনে 5G ব্যান্ড সমর্থিত থাকতে হবে। অর্থাৎ 4G ফোনে 5G ইন্টারনেট বা নেটওয়ার্ক অ্যাক্সেস করা যাবে না।

Airtel এই শহরগুলিতে 5G পরিষেবা দিচ্ছে

যে আটটি শহরে এয়ারটেল ব্যবহারকারীরা আজ থেকে ৫জি পরিষেবা পেতে শুরু করেছে তার মধ্যে রয়েছে দিল্লি, বারাণসী, মুম্বাই, বেঙ্গালুরু, শিলিগুড়ি, কলকাতা, চেন্নাই এবং হায়দ্রাবাদ। আপনি যদি এই শহরগুলিতে বসবাস করেন এবং একজন এয়ারটেল সিম ব্যবহারকারী হন এবং আপনার কাছে একটি 5G ফোন থাকে, তাহলে অবিলম্বে নেটওয়ার্ক সেটিংস পরিবর্তন করুন।

5G স্মার্টফোনের নেটওয়ার্ক সেটিংস এভাবে পরিবর্তন করুন

আপনি যদি উপরে উল্লেখিত যেকোনো শহরে থাকেন, তাহলে আপনার ৫জি স্মার্টফোনের সেটিংসে যান এবং নিচে উল্লেখিত ধাপগুলি অনুসরণ করুন –

১. সেটিংস থেকে, আপনাকে ‘মোবাইল নেটওয়ার্ক’ বা ‘সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্ক’ বিকল্পে ট্যাপ করতে হবে।

২. এবার ‘নেটওয়ার্ক মোড’ বা ‘প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ’-এ যান এবং ৫জি নেটওয়ার্ক টাইপ বেছে নিন।

৩. ৫জি (অটো) বিকল্পটি নির্বাচন করুন। এরপর ডিভাইসটি ৫জি সিগন্যাল অনুসন্ধান করবে এবং যখন এই নেটওয়ার্কটি উপলব্ধ থাকবে তখন ৫জি স্ক্রিনে উপস্থিত হবে৷

5G প্রদর্শিত হওয়ার পরে কি পরিষেবা পাওয়া যাবে?

ফোনের স্ক্রিনে ৫জি লেখা দেখার অর্থ হল আপনি ৫জি সিগন্যাল পেতে শুরু করেছেন এবং আপনি এমন একটি এলাকায় আছেন যেখানে ৫জি পরিষেবা উপলব্ধ। তবে, উচ্চ-গতির ইন্টারনেট এবং অন্যান্য পরিষেবাগুলির জন্য অপেক্ষা করতে হবে এবং কোম্পানির ৫জি প্ল্যান রিচার্জ করতে হবে।

সঙ্গে থাকুন ➥