Electric Bike: এই ই-বাইকে আছে গিয়ার! এক চার্জেই চলে 170 কিমি, দেখলেই চমকে যাবেন

Avatar

Published on:

QJ Motor OAO Pro Electric Bike launched

জনপ্রিয় চীনা টু-হুইলার নির্মাতা QJ Motor ভারতে আদীশ্বর অটো রাইড ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন মোটরসাইকেল লঞ্চ করেছে৷ এবার সংস্থাটি নিজেদের দেশে একটি আকর্ষণীয় ইলেকট্রিক স্পোর্টস বাইক লঞ্চ করে ফেলল৷ যার নাম OAO Pro। যারা স্পোর্টস বাইক চালানোর মজা অনুভব করতে চান কিন্তু পেট্রল চালিত বাইক পছন্দের বাইরে, সেই সকল ব্যক্তির জন্য আদর্শ এই ই-বাইক।

QJ Motor OAO Pro: ব্যাটারি ও মোটর

গত বছর মিলান মোটরসাইকেল শোতে QJ Motor OAO Pro কনসেপ্ট প্রদর্শন করা হয়েছিল RX নামে। তবে প্রোডাকশন মডেলের স্পেসিফিকেশনে কিছু পরিবর্তন করা হয়েছে। বাইকটি ১০ কিলোওয়াট আওয়ারের শক্তিশালী ইলেকট্রিক মোটরে চলে, যা সর্বাধিক ১৩.৪১ হর্সপাওয়ার উৎপাদনে সক্ষম। এতে শক্তি ভান্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক।

QJ Motor OAO Pro: রেঞ্জ ও টপ স্পিড

পেট্রোল বাইকের ফিল বজাস রাখতে এতে ফোর স্পিড গিয়ারবক্স আছে, যা সাধারণভাবে কোন ইলেকট্রিক বাইকে দেখতে পাওয়া যায় না। শক্তিশালী ব্যাটারির সৌজন্যে একবার চার্জ দিলে প্রায় ১৭০ কিমি পথ পর্যন্ত পাড়ি দেওয়া যাবে। টপ স্পিড ঘন্টা প্রতি ৯৬ কিমি।

QJ Motor OAO Pro: ফিচার্স ও দাম

যে কোনও স্পোর্টস বাইকের ওজন সাধারণ বাইকের তুলনায় খানিকটা বেশি হয়, এটাই স্বাভাবিক। OAO Pro এর ওজন (কার্ব) ১৬৪ কেজি। তবে প্রতিদিনের যাতায়াতের জন্য এই ওজন যথেষ্ট উত্তম। বাইকটির সিটের উচ্চতা ৭৯০ মিমি হওয়ায় যে কোনো ধরনের উচ্চতার রাইডারের জন্য আদর্শ। QJ Motor-এর এই ইলেকট্রিক বাইকটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এলসিডি ডিসপ্লে, ফুল এলইডি লাইটিং সিস্টেম, ইউএসবি চার্জিং পোর্ট এবং স্ট্যান্ডার্ড হিসাবে এবিএস। পাশাপাশি ডিজাইন সাধারণ ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন (ICE) যুক্ত মোটরসাইকেলকে অনুকরণ করেই করা হয়েছে।

চীনে QJ Motor OAO Pro লঞ্চ হয়েছে ২৯,৯৯৯ ইউয়ানে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩.৪৫ লাখ টাকার কাছাকাছি। এখনই আমাদের দেশে ব্যাটারি চালিত এই স্পোর্টস বাইকটির লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সঙ্গে থাকুন ➥