দেশের বাজারে এমন ফোন প্রথম, 12টি অনন্য ফিচার্স নিয়ে বাজার কাঁপাতে আসছে Realme 12+ 5G

Avatar

Published on:

Realme 12 plus 5g india launch officially teased

রিয়েলমি আজই Realme 12+ 5G এবং Realme 12 Pro+ 5G লঞ্চের তারিখ মালয়েশিয়াতে ঘোষণা করেছে। এর পাশাপাশি, একটি সূত্র মারফৎ প্রথম মডেলটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর এখন, কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে Realme 12+ 5G ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। প্রসঙ্গত, ব্র্যান্ডটি গত মাসেই এদেশে Realme 12 Pro 5G সিরিজ নিয়ে হাজির হয়েছে।

সামনে এল Realme 12+ 5G-এর লঞ্চ টিজার

রিয়েলমির ভারতীয় শাখা তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে #OneMorePlus হ্যাশট্যাগ সহ একটি টিজার শেয়ার করেছে। কোম্পানি আসন্ন ফোনটিকে একটি চূড়ান্ত ভ্যালু-ফর-মানি মিড-রেঞ্জার হিসাবে বাজারে বাজারে আনতে চলছে। স্মার্টফোনটির নাম স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি, তবে এটি রিয়েলমি ১২ প্লাস ৫জি হবে বলে আশা করা হচ্ছে।

স্মার্টফোনটির মাইক্রোসাইট রিয়েলমি ইন্ডিয়া-এর ওয়েবসাইটে লাইভ রয়েছে। কোম্পানি দাবি করেছে যে, এটি ১২টি এমন আপগ্রেড সহ আসবে, যা স্মার্টফোন ইন্ডাস্ট্রির ইতিহাসে দেখা যায়নি। পেজটি লেদার টেক্সচারযুক্ত ব্যাক প্যানেলটিকেও নিশ্চিত করেছে এবং এটি তার সেগমেন্টে একটি লাক্সারি ডিজাইন অফার করবে বলেও টিজ করা হয়েছে। আশা করা যায় যে, এটির ডিজাইন রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের মতোই হবে।

প্রসঙ্গত, সম্প্রতি Realme 12+ 5G-এর একটি ফাঁস হওয়া স্পেসিফিকেশন লিস্ট থেকে জানা গেছে যে, এই হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ফোনটি দুটি সেকেন্ডারি লেন্স সহ ৫০ মেগাপিক্সেলের Sony LYT 600 প্রাইমারি ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করতে পারে। Realme 12+ 5G-তে MediaTek Dimensity 7050 প্রসেসর ব্যবহার করা হতে পারে এবং এতে ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত থাকবে বলে জানা গেছে।

সঙ্গে থাকুন ➥