Realme Narzo 30 শক্তিশালী ব্যাটারি ও ট্রিপল রিয়ার ক্যামেরা সহ ১৮ মে লঞ্চ হচ্ছে

গত ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Realme Narzo 30A ও Realme Narzo 30 Pro 5G। এরপর থেকেই জল্পনা চলতে থাকে এই সিরিজের বেস মডেল, Realme Narzo 30 কেও শীঘ্রই বাজারে দেখা যাবে। ফোনটি ইতিমধ্যেই Geekbench সহ বিভিন্ন দেশের সার্টিফিকেশন লাভ করেছে। ফলে রিয়েলমি যে যেকোনো মুহূর্তে এই ফোনের ওপর থেকে পর্দা সরাবে তা একপ্রকার নিশ্চিত ছিল। সেই মতই কোম্পানির তরফে আজ জানানো হয়েছে, রিয়েলমি নারজো ৩০ আগামী ১৮ মে লঞ্চ হতে চলেছে।

রিয়েলমি মালয়েশিয়ার ফেসবুক পেজ থেকে আজ একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয় যে, Realme Narzo 30 আগামী ১৮ মে দুপুর ১২টায় লঞ্চ হবে। যদিও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি।

তবে গিকবেঞ্চ লিস্টিং থেকে উঠে এসেছিল, রিয়েলমি নারজো ৩০ ফোনে Mediatek MT678V/CD চিপসেট ব্যবহার করা হবে। এটি আসলে মিডিয়াটেক হেলিও জি৯৫ চিপসেট নামে পরিচিত। আবার ফোনটি সেখানে ৬ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত ছিল। যদিও লঞ্চের সময় এর আরও কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের বিশ্বাস। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই-এ চলবে।

শুধু তাই নয়, ফোনটির ছবিও কয়েকদিন আগেই অনলাইন ফাঁস হয়েছিল। যেখানে Realme Narzo 30 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে বলে দাবি করা হয়েছিল।

ফোনটি ইউরেশিয়ান ইকোনমিক কমিশন, ফেডারেল কমিউনিকেশনস কমিশন, ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্টান্ডার্ড এবং ইন্দোনেশিয়ার টিকিডিএন সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে। ফলে মালয়েশিয়ার পর Realme Narzo 30 যে অন্যান্য মার্কেটও লঞ্চ হবে তা বলার অপেক্ষা রাখে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন