ট্রান্সপারেন্ট ডিজাইন সহ ভারতে লঞ্চ হল Nothing Ear এবং Ear (a) ইয়ারবাড

ভারতীয় বাজারে Nothing Ear এবং Ear (a) ইয়ারফোন দুটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে 11,999 টাকা এবং 6,999 টাকা।

ভারতে লঞ্চ হল লন্ডন বেস কোম্পানি Nothing -র দুটি অডিও ডিভাইস। এগুলি হল Nothing Ear এবং Ear (a) ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। এর মধ্যে প্রথমটি প্রিমিয়াম ফিচার সহ এসেছে। আর দ্বিতীয়টি একটি সাশ্রয়ী মূল্যের অডিও প্রোডাক্ট। সদ্য বাজারে আসা উভয় ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার, হাই রেস ওয়্যারলেস অডিও সাপোর্ট, ব্লুটুথ 5.4 এবং ডুয়েল কানেক্টিভিটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Nothing Ear, Ear (a) দুটি ইয়ার বার্ড এর দাম ও ফিচার।

Nothing Ear এবং Ear (a)-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Nothing Ear এবং Ear (a) ইয়ারফোন দুটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে 11,999 টাকা এবং 6,999 টাকা। এগুলি হোয়াইট, ব্ল্যাক এবং ইয়েলো এই তিনটি কালার অপশনে উপলব্ধ।

Nothing Ear এবং Ear (a)-এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন Nothing Ear এবং Ear (a) ইয়ারবাড দুটি সংস্থার চিরাচরিত ট্রান্সপারেন্ট ডিজাইনে স্টেম সহ এসেছে। এগুলির ইয়ারবাডে থাকছে সিলিকনের ইয়ারটিপ। তবে Ear (a) ইয়ারবাডের চার্জিং কেসটির ডিজাইন কিছুটা আলাদা।

অন্যদিকে, ইয়ারফোনগুলির অডিও প্রসঙ্গে বলতে গেলে নাথিং ইয়ারে থাকছে কাস্টম সেরামিক 11এমএম ড্রাইভার, যা উন্নত মানের অডিও কোয়ালিটি অফার করতে সক্ষম। তাছাড়া এগুলিতে রয়েছে 45 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি। তবে Ear (a) ইয়ারফোনে একই মানের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি থাকলেও এতে 11 এমএম পিএমআই+টিপিইউ (PMI + TPU) ডাইনামিক ড্রাইভার বর্তমান। তদুপরি উভয় মডেলেই হাই রেজোলিউশন ওয়্যারলেস অডিও সাপোর্ট করবে। সেই সঙ্গে উভয় ইয়ারবাডে থাকছে স্মার্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন। উপরন্তু অ্যাডাপটিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন মোড তিনটি লেভেলে নয়েজ ক্যান্সেলেশন করতে সক্ষম। সেই সঙ্গে ইয়ারফোন দুটি বেস বুষ্ট অ্যালগোরিদম, ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটির কল এক্সপেরিয়েন্স সরবরাহ করতে পারবে।

এখানেই শেষ নয়, প্রিমিয়াম ফিচারের Ear ইয়ারফোনে থাকছে অতিরিক্ত এলডিএইচ সি 5.0 সাপোর্ট, অ্যাডভান্স ইকুইলাইজার, প্রোফাইল শেয়ারিং এবং পার্সোনাল সাউন্ড প্রোফাইল। আবার Nothing Ear ও Ear (a) উভয় ইয়ারফোনে ব্লুটুথ 5.4 ও ডুয়েল ডিভাইস কানেকশন সাপোর্ট করবে।

এদিকে সংস্থাটি দাবি করেছে একবার চার্জে Ear ইয়ারফোনটি 8.5 এবং এএনসি ফিচার বন্ধ থাকলে এটি 9.5 ঘণ্টা পর্যন্ত চলবে। পাশাপাশি চার্জিং কেস সহ এটি 40.5 ঘন্টা এবং Ear (a) ইয়ারফোন 42 ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য।