দৈনিক ডেটা শেষ? Jio, Airtel, Vi-এর সেরা 4G ডেটা ভাউচার প্যাকগুলি দেখে নিন

টেলিকম পরিষেবা ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশই সচরাচর দৈনিক ডেটা প্ল্যান রিচার্জ করে থাকেন যারা প্রতিদিন সীমিত পরিমাণ ডেটার সাথে অফুরন্ত ভয়েস কল করার সুবিধা প্রদান করে। এসব ক্ষেত্রে গ্রাহকেরা দৈনিক ১ জিবি থেকে ৩ জিবি পর্যন্ত ডেটা খরচের সুযোগ পেয়ে যান। তবে অনেক সময় সীমিত ডেটা নিঃশেষিত হলে তাদের বিপদে পড়তে হয়। এধরনের পরিস্থিতিতে তারা বিভিন্ন টেলকোর ডেটা প্যাকগুলি রিচার্জ করতে পারেন। এর দ্বারা তারা এককালীন হিসেবে উচ্চগতির নির্দিষ্ট পরিমাণ 4G ডেটা পেয়ে যেতে পারেন, যা তাদের তাৎক্ষণিক ডেটা চাহিদাকে পূরণের জন্য যথেষ্ট। আলোচ্য প্রতিবেদনে আমরা Jio, Airtel ও Vi -এর এমনই কয়েকটি লাভজনক 4G ডেটা প্যাক সম্পর্কে জেনে নেবো।

Jio, Airtel, Vi -এর লাভজনক বিভিন্ন 4G ডেটা প্যাক

এক্ষেত্রে প্রথমোক্ত সংস্থা (Jio) গ্রাহকদের ১০০ টাকার কম মূল্যে ১৫, ২৫, ৬১ এবং ১২১ টাকা মূল্যের মোট ৪টি রিচার্জ প্ল্যান সরবরাহ করে থাকে। প্রিপেইড গ্রাহকেরা উক্ত 4G প্যাকগুলি বেছে নিয়ে যথাক্রমে ১, ২, ৬ বা ১২ জিবি পর্যন্ত ডেটা খরচের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া দরকার পড়লে আগ্রহীরা ১৮১ বা ২৪১ বা ৩০১ টাকা মূল্যে উপলব্ধ জিও’র ওয়ার্ক ফ্রম হোম প্যাকগুলি রিচার্জ করতে পারেন। এরা যথাক্রমে ৩০/৪০/৫০ জিবি ডেটা খরচের সুবিধা প্রদান করবে। এদের ভ্যালিডিটি মোট ৩০ দিন।

এরপরেই বলতে হয় ভোডাফোন আইডিয়া বা Vi -এর কথা। সদ্য Vi মাত্র ৮২ টাকার বিনিময়ে বাজারে এক নতুন প্ল্যান এনেছে, যা ১৪ দিনের ভ্যালিডিটিতে গ্রাহককে সর্বোচ্চ ৪ জিবি পর্যন্ত ডেটা খরচের সুযোগ দেবে। একইসাথে এই Vi প্ল্যান ২৮ দিনের SonyLIV সাবস্ক্রিপশন সহ আগত। এছাড়া আগ্রহীরা ২৯৮ টাকার বিনিময়ে ২৮ দিনের বৈধতা সহ মোট ৫০ জিবি ডেটা বা ৪১৮ টাকার বিনিময়ে ৫৬ দিনের মেয়াদে মোট ১০০ জিবি ডেটা খরচের সুবিধা উপভোগ করতে পারেন।

পরিশেষে জানিয়ে রাখি, Airtel -এর পোর্টফোলিওতে একই ধরনের বেশ কিছু 4G ডেটা প্যাক উপলব্ধ। যেমন ১০৮ টাকার প্ল্যান রিচার্জ করে এয়ারটেল গ্রাহকরা সম্পূর্ণ ৬ জিবি ডেটা খরচের অধিকার পেতে পারেন। এর উপরে আলোচ্য প্যাকের সাথে তারা পেয়ে যাবেন Amazon Prime Video মোবাইল সাবস্ক্রিপশন। এছাড়াও ১৪৮ বা ৩০১ টাকা মূল্যে আগত প্ল্যান রিচার্জ করলে Airtel ব্যবহারকারীরা যথাক্রমে ১৫ ও ৫০ জিবি ডেটা খরচের সুবিধা পেয়ে যাবেন। এগুলি গ্রাহকের আকস্মিক চাহিদা পূরণের পক্ষে কার্যকর বলে প্রমাণিত।