ইন্টেলের লেটেস্ট প্রসেসর সহ HP ভারতে লঞ্চ করল তিনটি ল্যাপটপ, দাম শুরু 40 হাজার টাকা থেকে
HP চলতি বছরের শুরুতেই একাধিক সাশ্রয়ী মূল্যের ক্রোমবুক এবং হাই-এন্ড Omen-সিরিজ গেমিং ল্যাপটপ ভারতে লঞ্চ করেছিল। আর আজ (১৮ই এপ্রিল) ফের তারা একগুচ্ছ নতুন ডিভাইস নিয়ে ভারতের বাজারে হাজির হল। সংস্থাটি এদেশে মোট চারটি নতুন 'প্রোডাক্টিভিটি ফোকাস' ল্যাপটপ লঞ্চ করেছে৷ এগুলি হল - HP 14, HP 15, HP Pavilion Plus 14, এবং HP Pavilion X360। উল্লেখিত মডেলগুলির দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে এবং প্রত্যেকটি ১৩তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর দ্বারা চালিত। এছাড়া এই ল্যাপটপ চারটিতে ইউজার সিকিউরিটি নিশ্চিত করতে এবং হাইব্রিড কাজের সুবিধার্থে শাটার যুক্ত উন্নত ওয়েবক্যাম উপস্থিত থাকছে। প্রসঙ্গত এই নয়া ল্যাপটপগুলিকে তরুণ প্রজন্মের গ্রাহকদের কথা ভেবে ডিজাইন করা হয়েছে বলেও জানিয়েছে HP। আর তাই এই চারটি ল্যাপটপ সম-রেঞ্জের অন্যান্য মডেলের তুলনায় বড় ডিসপ্লে প্যানেল এবং প্রিমিয়াম লুক অফার করবে। চলুন সদ্য আগত HP 14, HP 15, HP Pavilion Plus 14, এবং HP Pavilion X360 ল্যাপটপের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
HP 14 and 15
এইচপি ১৪ এবং এইচপি ১৫ উভয় ল্যাপটপের বাহ্যিক ডিজাইন অনুরূপ। তবে পার্থক্য দেখা যাবে ডিসপ্লে সাইজ, চিপসেট ভার্সন এবং ওজনের ক্ষেত্রে। অর্থাৎ এইচপি ১৫ মডেলটি ১৫.৬-ইঞ্চি ডিসপ্লে সাইজের সাথে এসেছে। এটি ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ (i5) সিপিইউ দ্বারা চালিত এবং ওজনে ১.৬ কেজি। অন্যদিকে এইচপি ১৪ ল্যাপটপে রয়েছে ১৪-ইঞ্চির ডিসপ্লে। ১.৪ কেজি ওজনের এই মডেলটি ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৩ (i3) প্রসেসর সহ এসেছে। উভয় ডিভাইসই, অ্যান্টি-গ্লেয়ার লেয়ার সহ ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল) রেজোলিউশনের LCD ডিসপ্লে অফার করে।
আলোচ্য দুটি মডেলের মধ্যে আরো বেশ কয়েকটি ফিচারগত সদৃশ্যতা দেখা যাবে। যেমন উভয় মডেলেই প্রাইভেসি নিশ্চিত করতে ম্যানুয়াল ওয়েবক্যাম শাটার রয়েছে। ফুল এইচডি রেজোলিউশন সমর্থিত এই ওয়েবক্যামেরা ভালো ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি প্রদানের জন্য টেম্পোরাল নয়েজ রিডাকশন এবং এআই নয়েজ রিমুভাল প্রযুক্তি সহ এসেছে। ল্যাপটপগুলি কানেক্টিভির জন্য ওয়াই-ফাই ৬ ভার্সন এবং সিকিউরিটি ফিচার হিসাবে অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার সহ এসেছে।
HP 14 ল্যাপটপের দাম ৩৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।
HP Pavilion Plus 14
এইচপি প্যাভিলিয়ন প্লাস ১৪ ল্যাপটপে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ১৪-ইঞ্চির ২.৮কে (২৮৮০x১৮৮০ পিক্সেল) OLED ডিসপ্লে প্যানেল। এটি ১৬ জিবি পর্যন্ত DDR4 র্যাম এবং ৫১২ জিবি SSD স্টোরেজ সহ এসেছে। আবার হ্যান্ডস-ফ্রি কন্ট্রোলের সুবিধা প্রদানের জন্য এতে ইন-বিল্ট অ্যামাজন আলেক্সা ভয়েস অ্যাসিস্টেন্ট ফিচার বিদ্যমান। তদুপরি হাইব্রিড কাজে ব্যবহারকারীদের সাহায্য করার জন্য, প্যাভিলিয়ন প্লাস ১৪ ল্যাপটপটি ৫-মেগাপিক্সেলের ওয়েবক্যাম অফার করে। এই ফ্রন্ট ক্যামেরাটি টেম্পোরাল নয়েজ রিডাকশন এবং ইন্টিগ্রেটেড ডুয়াল-অ্যারে ডিজিটাল মাইক্রোফোন সাপোর্টের সাথে এসেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত মডেলে ৫১Whr ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা পিডি (PD) চার্জিং সমর্থন করে।
ভারতের বাজারে HP Pavilion Plus 14 ল্যাপটপের দাম শুরু হয়েছে ৮১,৯৯৯ টাকা থেকে।
HP Pavilion X360 :
নাম অনুসারে, এইচপি প্যাভিলিয়ন এক্স৩৬০ ল্যাপটপটি ১৮০-ডিগ্রী হিঞ্জ ডিজাইনের সাথে এসেছে। অর্থাৎ ব্যবহারকারীরা ডিভাইসটির ডিসপ্লেকে ১৮০-ডিগ্রী পর্যন্ত ভাঁজ করে এটিকে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে এই ল্যাপটপের ডিসপ্লে টাচ-এনাবল এবং রিটেল বক্সের মধ্যে স্টাইলাস অন্তর্ভুক্ত থাকছে। আলোচ্য ডিভাইসে ২৫০ নিট পিক ব্রাইটনেস সমর্থিত ১৪-ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে রয়েছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ল্যাপটপটিতে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৫-১৩৩৫ইউ (i5-1335U) সিপিইউ সমন্বিত থাকছে। এছাড়া ১৬ জিবি পর্যন্ত DDR4 র্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট SSD স্টোরেজও পাওয়া যাবে নয়া এইচপি প্যাভিলিয়ন এক্স৩৬০ ল্যাপটপে।
ভারতে HP Pavilion X360 ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৫৭,৯৯৯ টাকা থেকে।