অতি সস্তায় ক্রেতাদের হাতে Laptop তুলে দেবে HP, ফেস্টিভ সিজনে নিয়ে এল নতুন প্রোগ্রাম

Update: 2023-10-19 09:23 GMT

এই উৎসবের সময়ে চারদিকে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। তবে মাসের গোড়াতে ভারতীয় ল্যাপটপ ক্রেতাদের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করল HP। সম্প্রতি জনপ্রিয় মার্কিনি কম্পিউটার নির্মাতা সংস্থাটি এদেশের জন্য 'রিফার্বিশড্ প্রোগ্রাম' (Refurbished Program) চালু করেছে, যার অধীনে রিফার্বিশড্ বা সংস্কার করা ল্যাপটপগুলি অফিসিয়ালি বিক্রি করবে এবং আগ্রহীরা সাশ্রয়ী মূল্যের সহজেই ল্যাপটপ কিনে ফেলতে পারবেন। এক্ষেত্রে HP তার সার্টিফায়েড পার্টনারদের মাধ্যমে প্রোগ্রামটি চালাবে, এইসব অংশীদাররা সাশ্রয়ী মূল্যের HP পিসি (PC)-গুলি রিটেইল কাস্টমার এবং ব্যবসায়িক সম্প্রদায়ের কাছে বিক্রি করবে৷

HP-র রিফার্বিশমেন্ট প্রোগ্রাম আদতে কী?

ভারতে এইচপি কোম্পানির রিফার্বিশড্ প্রোগ্রামটি একটি সাবস্ক্রিপশন মডেল হিসেবে পরিচালিত হবে যাতে করে ব্যবসায়িক ভিত্তিগুলি ৬, ১২ বা ২৪ মাসের জন্য লেটেস্ট টেকনোলজি অ্যাক্সেস করার অনুমতি পাবে। এই প্রোগ্রামটির প্রাথমিক ফোকাস থাকবে নোটবুকের ওপর, তবে সংস্থা তাদের অফারগুলিকে প্রসারিত এবং বৈচিত্র্যময় করার দৃষ্টিভঙ্গি পোষণ করছে।

আর যেমনটা আগেই বলেছি, এইচপি তার সার্টিফিকেশনপ্রাপ্ত পার্টনারের সাহায্যে এন্টারপ্রাইজ এবং রিটেইল কাস্টমারদের কাছ থেকে পুরোনো বা সমস্যাযুক্ত ডিভাইসগুলি সংগ্রহ করবে এবং প্রয়োজনমতো কোম্পানির সংজ্ঞায়িত মান অনুযায়ী সেগুলির পুনর্নবীকরণ করবে। একবার রিফার্বিশমেন্টের কাজ হয়ে গেলে সংস্থার পার্টনাররা ওয়্যারেন্টি এবং সার্ভিস সাপোর্টসহ কম খরচে পুনর্নবীকরণকৃত কম্পিউটার কেনার সুযোগ দেবে।

কী বলছে HP কোম্পানি?

এই বিষয়ে এইচপি ইন্ডিয়ার ভিপি গুরপ্রীত সিং ব্রার বলেছেন যে, গ্রাম এবং ছোট শহরে কম্পিউটার ব্যবহারের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে তাঁরা এই প্রোগ্রাম চালু করেছেন। তাদের লক্ষ্য – সকলের কাছে সাশ্রয়ী মূল্যে প্রযুক্তির নানাবিধ সুবিধা নিয়ে আসা। যারা আর্থিক সমস্যায় থাকেন, তাদের জন্য এই প্রোগ্রাম অত্যন্ত লাভদায়ক হবে।

Tags:    

Similar News