আজ প্রথমবার সবচেয়ে সস্তায় কিনুন 16 জিবি র‌্যাম, Windows 11 ও 65W ফাস্ট চার্জিং সাপোর্টের ল্যাপটপ

By :  SUPARNA
Update: 2023-08-25 09:07 GMT

গত ২২শে আগস্ট ভারতের বাজারে পা রাখে Infinix INBook X3 Slim। আর আজ অর্থাৎ ২৫শে আগস্ট মিড-রেঞ্জের এই ল্যাপটপকে ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। আরে সেলে প্রযোজ্য ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক কার্ড অফারের লাভ ওঠাতে পারলে ডিভাইসটিকে অনেক কম খরচে বাড়ি নিয়ে আসা যবে। Infinix ব্র্যান্ডের এই ল্যাপটপ একাধিক উল্লেখযোগ্য ফিচারের সাথে এসেছে। যেমন এতে – ৩০০ নিট পিক ব্রাইটনেস সমর্থিত FHD ডিসপ্লে প্যানেল, ব্যাকলিট কী-বোর্ড, ৭২০পিক্সেল এইচডি ওয়েবক্যাম, সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাম এবং ডুয়েল ডিজিটাল মাইক্রোফোন পাওয়া যাবে। উল্লেখ্য, মডেলটি অ্যালুমিনিয়াম অ্যালয় ফিনিশিং বডির সাথে আসায় প্রিমিয়াম লুক প্রদান করে। আসুন Infinix INBook X3 Slim ল্যাপটপের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতে Infinix INBook X3 Slim ল্যাপটপের দাম ও সেল অফার

ইনফিনিক্স ইনবুক এক্স৩ স্লিম ল্যাপটপের Core i3 প্রসেসর + ৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪,৯৯০ টাকা। আবার ইন্টেল Core i5 প্রসেসর + ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪০,৯৯০ টাকা। শুধু তাই নয়, ইনফিনিক্স ইনবুক এক্স৩ স্লিম এর টপ-এন্ড ইন্টেল Core i7 প্রসেসর + ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯০ টাকা।

তবে আপনারা যদি আরো সস্তায় এই ইনফিনিক্স ল্যাপটপ কিনতে চান, তবে উপলব্ধ ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টের সুবিধা নিতে পারেন। যেমন, নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করলে ফ্লাট ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে। আবার Federal ব্যাঙ্কের কার্ডহোল্ডাররা কেনাকাটার সময়ে ১০% বা সর্বোচ্চ ১,২৫০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন।

এছাড়া Flipkart Axis ব্যাঙ্কের কার্ডের সাথে ৫% ক্যাশব্যাক অফার করা হচ্ছে। কিস্তিতে টাকা শোধ করতে ইচ্ছুক ব্যক্তিরা ১২ মাস পর্যন্ত বৈধতার সাথে মাসিক ৩,৪১৬ টাকার নো-কস্ট ইএমআই বিকল্পের লাভ তুলতে পারবেন। সর্বোপরি ২৬,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও পাওয়া যাবে। এই ল্যাপটপ – রেড, গ্রেইন, গ্রে এবং ব্লু কালার অপশনে এসেছে।

Infinix INBook X3 Slim ল্যাপটপের স্পেসিফিকেশন

অ্যালুমিনিয়াম অ্যালয় ফিনিশিং সহ আসা ইনফিনিক্স ইনবুক এক্স৩ স্লিম ল্যাপটপে ১৪.১-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৩০০ নিট পিক ব্রাইটনেস, ১০০% sRGB এবং ৭২% NTSC কালার গ্যামেট সাপোর্ট করে। এটিকে একাধিক প্রসেসর এবং জিপিইউ অপশনের সাথে লঞ্চ করা হয়েছে। যেমন - ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স সহ ১২তম প্রজন্মের ইন্টেল Core i3-1215U প্রসেসর অথবা আইরিশ এক্সই গ্রাফিক্স সহ ১২তম প্রজন্মের ইন্টেল Core i5-1235U / Core i7-1255U প্রসেসরের সাথে বেছে নেওয়া যাবে এই মডেলকে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ ১০ হোম প্রি-লোডেড থাকছে, যা উইন্ডোজ ১১ পর্যন্ত আপগ্রেডযোগ্য। এতে ১৬ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং ৫১২ জিবি NVMe PCIe 3.0 SSD পাওয়া যাবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, Infinix INBook X3 Slim ল্যাপটপে ডুয়াল-স্টার এলইডি ফিল লাইট সহ ৭২০পিক্সেল এইচডি রেজোলিউশনের ওয়েবক্যাম এবং ডুয়েল ডিজিটাল মাইক্রোফোন রয়েছে। অডিও বিভাগের ক্ষেত্রে, ডিটিএস অডিও প্রসেসিং প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম উপলব্ধ।

তদুপরি, কানেক্টিভিটি অপশন হিসাবে সামিল থাকছে – ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এএক্স, ব্লুটুথ ভি৫.১, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি এইচডিএমআই ১.৪ পোর্ট, একটি এসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য Infinix INBook X3 Slim ল্যাপটপে ৫০Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা পিডি ৩.০ টাইপ-সি পোর্টের সাহায্যে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ ৩২৩.৩x২১১.১x১৪.৮ মিমি এবং ওজন ১.২৪ কেজি।

Tags:    

Similar News