সস্তা JioBook ল্যাপটপ কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ১০টি বিষয়

By :  techgup
Update: 2023-08-04 13:48 GMT

সম্প্রতি Relaince Retail ভারতবর্ষে তাদের দ্বিতীয় JioBook Laptop (JioBook 2023) লঞ্চ করেছে। Relaince-এর অনলাইন এবং অফলাইন স্টোর ছাড়াও এই নতুন ল্যাপটপটি Amazon India থেকে কেনা যাবে। Jio-র এই নতুন ল্যাপটপের দাম রাখা হয়েছে ২০ হাজার টাকারও কম। আমরা এই প্রতিবেদনে JioBook 2023 ল্যাপটপের দশটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তাই আপনি যদি এই নোটবুকটি কেনার কথা ভেবে থাকেন তাহলে প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

JioBook Laptop-এর ফিচার

১) জিওবুক ল্যাপটপের ওজন ৯৯০ গ্রাম। এই ডিভাইসটি তৈরি করার জন্য প্লাস্টিক ব্যবহার করা হয়েছে।

২) এতে ১১.৬ ইঞ্চি এইচডি অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে।

৩) ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ আসা এই ডিভাইসটিতে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে ৮ কোর মিডিয়াটেক এমটি৮৭৮৮ প্রসেসর।

৪) জিও বুক বড় ট্র্যাকপ্যাড এবং ইনফিনিটি কিবোর্ড সহ লঞ্চ হয়েছে।

৫) এতে ৪জি কানেকশন, ব্লুটুথ ৫.০ এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করে।

৬) জিও বুক ল্যাপটপ অ্যান্ড্রয়েড বেসড জিও-ওএস সফটওয়্যারের সাথে এসেছে।

৭) এই ল্যাপটপটির জন্য কোম্পানি ডিজিবক্সের (Digiboxx) সাথে অংশীদারিত্ব করেছে। যে কারণে ব্যবহারকারীরা এক বছরের জন্য ১০০ জিবি ক্লাউড স্টোরেজ উপভোগ করতে পারবেন একদম বিনামূল্যে।

৮) ডিভাইসটিতে ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং স্টিরিও স্পিকার উপস্থিত।

৯) কোম্পানি দাবি করছে যে, এই ল্যাপটপটি একবার সম্পূর্ণ চার্জ করলে টানা ৮ ঘণ্টা পর্যন্ত চলবে।

১০) কোম্পানিটি ২০,০০০ টাকার কমে JioBook লঞ্চ করেছে এবং এটি ক্রেতারা কিনতে পারবেন ১৬,৪৯৯ টাকায়।

Tags:    

Similar News