32 জিবি র্যাম সহ এল Lenovo ThinkPad Z13 Gen 2 ও Z16 Gen 2 ল্যাপটপ, রয়েছে OLED ডিসপ্লে
Lenovo চীনের বাজারে তাদের লেটেস্ট ল্যাপটপ সিরিজ ThinkPad Z লঞ্চ করল। এই নয়া লাইনআপের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা - ThinkPad Z13 Gen 2 এবং ThinkPad Z16 Gen 2। এই ল্যাপটপ দুটির - ডিসপ্লে সাইজ, প্রসেসর ভ্যারিয়েন্ট, জিপিইউ, কানেক্টিভিটি পোর্ট বিকল্প ভিন্ন। এমনকি পরিমাপের দিক থেকেও তারতম্য নজরে পড়বে। তবে উভয় ডিভাইসই MIL-STD 810H সার্টিফায়েড প্রাপ্ত, যা যথেষ্ট টেকসই বিল্ডের নিশ্চয়তা দেয়।
প্রসঙ্গত জানিয়ে রাখি, উল্লেখিত এই ল্যাপটপগুলি প্রথম MWC 2023 টেক ইভেন্ট চলাকালীন প্রদর্শন করা হয়৷ আর আজ ২০২৩ সালের শেষ সপ্তাহে এসে সংস্থাটি হোম-মার্কেটে ডিভাইস দুটি নিয়ে এল৷ চলুন নতুন Lenovo ThinkPad Z সিরিজের দাম এবং কনফিগারেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Lenovo ThinkPad Z ল্যাপটপ সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার
লেনোভো থিঙ্কপ্যাড জেড১৩ জেন ২ ল্যাপটপে রয়েছে ১৩-ইঞ্চির ২.৮কে (২৮৮০x১৮০০ পিক্সেল) OLED ডিসপ্লে প্যানেল, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস, ১০-পয়েন্ট টাচ কন্ট্রোল এবং ১০০% DCI-P3 কালার গ্যামেট সমর্থন করে। আবার ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে এএমডি আর৭ প্রো ৭৮৪০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১৩.৯৯ মিমি পাতলা এবং ওজনে মাত্র ১.২৪ কেজি।
অন্যদিকে, লেনোভো থিঙ্কপ্যাড জেড১৬ জেন ২ ল্যাপটপে তুলনায় বড় অর্থাৎ ১৬-ইঞ্চির ৪কে (৩৮৪০x২৪০০ পিক্সেল) WQUXGA OLED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লেও - ৪০০ নিট পিক ব্রাইটনেস, ১০-পয়েন্ট টাচ কন্ট্রোল এবং ১০০% DCI-P3 কালার গ্যামেট সমর্থন করে। ডিভাইসটি এএমডি আর৭ প্রো ৭৮৪০এইচএস প্রসেসর এবং আরএক্স ৬৫৫০এম গ্রাফিক্স কার্ডের সাথে এসেছে। এটি জেড১৩ মডেলের তুলনায় সামান্য ভারী এবং বড়, অর্থাৎ এই ল্যাপটপ ১৫.৮ মিমি পুরু এবং ওজনে ১.৮৪ কেজি।
সিরিজের উভয় ল্যাপটপই ৩২ জিবি LPDDR5X-6400 র্যাম এবং ১ টেরাবাইট SSD স্টোরেজ অফার করে। তবে থিঙ্কপ্যাড জেড১৩ মডেলে ডুয়েল ইউএসবি ৪ পোর্ট এবং একটি অডিও ইন্টারফেস রয়েছে। যেখানে থিঙ্কপ্যাড জেড১৬ ল্যাপটপে কানেক্টিভিটির জন্য অতিরিক্তভাবে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি এসডি কার্ড স্লট পাওয়া যাবে।
Lenovo ThinkPad Z সিরিজে নিরাপত্তার জন্য ফেসিয়াল রিকগনিশন ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। উভয় মডেলই ফুল এইচডি রেজোলিউশন সমর্থিত ইনফ্রারেড ক্যামেরা এবং এআই-ভিত্তিক অডিও সেটআপ সহ লঞ্চ হয়েছে, যা দুর্দান্ত ভিডিও-কনফারেন্সিং অভিজ্ঞতা প্রদান করবে। আবার ল্যাপটপগুলি MIL-STD 810H সার্টিফি হওয়ায়, যথেষ্ট টেকসই ও যেকোনো পরিস্থিতিতে ব্যবহারযোগ্য৷ উপরন্তু, উভয় ল্যাপটপই পরিবেশ বান্ধব উপকরণ দ্বারা নির্মিত।
Lenovo ThinkPad Z ল্যাপটপ সিরিজের দাম
চীনে Lenovo ThinkPad Z13 Gen 2 ল্যাপটপের দাম ১০,৯৯৯ ইউয়ান (প্রায় ১,২৫,৬০০ টাকা) থেকে শুরু হচ্ছে। আবার উচ্চতর Lenovo ThinkPad Z16 Gen 2 মডেলের দাম থাকছে ১৪,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৭১,৪০০ টাকা)।