Intel 11th Gen প্রসেসর ও 16 জিবি প্রসেসর সহ লঞ্চ হল Tecno Megabook T1 ল্যাপটপ
বেশ কিছুদিন ধরে টিজার প্রকাশের পর, টেকনো (Tecno) অবশেষে ভারতে Megabook T1 ল্যাপটপ লঞ্চ করেছে। এটি মেটাল বডি, একাদশ প্রজন্মের Intel Core প্রসেসর, বড় ৭০ ওয়াটআওয়ার ব্যাটারি এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য অফার করে। আসুন Megabook T1 ল্যাপটপের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Tecno Megabook T1-এর স্পেসিফিকেশন এবং টেকনো
টেকনো মেগাবুক টি১-এ ১,৯২০ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ১৫.৬ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ১০০% এসআরজিবি কালার গ্যামট কভারেজ এবং ৩৫০ নিট উজ্জ্বলতা সহ অসাধারণ ভিজ্যুয়াল অফার করে। ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এতে ডিসি অ্যাডাপটিভ ডিমিং প্রযুক্তি এবং টিইউভি (TÜV) আই কমফোর্ট সার্টিফিকেশন রয়েছে।
উন্নত পারফরম্যান্সের জন্য, Tecno Megabook T1-এ ৫১২ জিবি/১ টিবি এসএসডি স্টোরেজ এবং ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি র্যাম অপশন বর্তমান। ল্যাপটপে একাদশ প্রজন্মের আই৩, আই৫ এবং আই৭ প্রসেসর অপশন মিলবে, যা মসৃণ মাল্টিটাস্কিং এবং প্রোডাক্টিভিটি নিশ্চিত করে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Megabook T1-এ শক্তিশালী ৭০ ওয়াটআওয়ার ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে ১৭.৫ ঘন্টা পর্যন্ত অসাধারণ ব্যাটারি লাইফ প্রদান করে। টেকনো এই নোটবুকটির সাথে পরবর্তী প্রজন্মের ৬৫ ওয়াটের গ্যালিয়াম নাইট্রেট (GaN) চার্জার সরবরাহ করবে। এতে কম আলোয় টাইপ করার জন্য স্টারি ব্যাকলিট কীবোর্ড এবং সুরক্ষিত লগইন করার জন্য ২ মেগাপিক্সেলের ফিজিক্যাল প্রাইভেসি ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন বর্তমান।
এছাড়াও, Megabook T1 ল্যাপটপে ভিসি কুলিং এবং একটি ডুয়েল ফ্যান ডিজাইন রয়েছে। ডিভাইসটিতে টেকনো অডিও ল্যাব, ডুয়েল মাইক প্লাস এআই ইএনসি টেক, ডিটিএস ইমারসিভ সাউন্ড এবং ওয়ান লিপ মাল্টি-স্ক্রিন কোলাবরেশন সহ টেকনো ভিওসি (TECNO VOC) বৈশিষ্ট্যগুলিও অন্তর্ভুক্ত রয়েছে, যা সামগ্রিক ইউজার এক্সপিরিয়েন্স বৃদ্ধি করে।
Tecno Megabook T1-এর মূল্য এবং প্রাপ্যতা
টেকনো মেগাবুক টি১ তিনটি কনফিগারেশন উপলব্ধ হবে।
১. ইন্টেল কোর আই৭, ১৬ জিবি র্যাম, ১ টিবি এসএসডি স্টোরেজ - ৫৯,৯৯৯ টাকা (আর্লি বার্ড মূল্য ৫৭,৯৯৯ টাকা)। এটি ডেনিম ব্লু, স্পেস গ্রে এবং মুনশাইন সিলভার কালারে উপলব্ধ।
২. ইন্টেল কোর আই৫, ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ - ৪৯,৯৯৯ টাকা (আর্লি বার্ড মূল্য: ৪৭,৯৯৯ টাকা)।
৩. ইন্টেল কোর আই৩, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ - ৩৯,৯৯৯ টাকা (আর্লি বার্ড মূল্য: ৩৭,৯৯৯ টাকা)। এই ভ্যারিয়েন্টটি স্পেস গ্রে এবং মুনশাইন সিলভারে পাওয়া যাবে।
উপলব্ধতার ক্ষেত্রে, টেকনো মেগাবুক টি১ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুধুমাত্র অ্যামাজন-এ আর্লি বার্ড মূল্য সহ বিক্রয় করা হবে। এর অফিসিয়াল সেল ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।