iPhone 16 সিরিজের দাম সবচেয়ে বেশি হবে পাকিস্তানে! ভারত, দুবাই সহ অন্যান্য দেশের মূল্য দেখুন

By :  techgup
Update: 2024-09-06 03:37 GMT

iPhone 16 সিরিজের লঞ্চের তারিখ ইতিমধ্যেই সামনে এসেছে। আগামী 9 সেপ্টেম্বর এই সিরিজের উপর থেকে পর্দা সরাবে Apple। এই লাইনআপের অধীনে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro ও iPhone 16 Pro Max অন্তর্ভুক্ত থাকবে। ইতিমধ্যেই এদের বিশেষ বিশেষ ফিচার সামনে এসেছে। আর লঞ্চ যত এগিয়ে আসছে তত iPhone 16 সিরিজের বিভিন্ন মডেলের ভারত সহ অন্যান্য দেশে দাম কত রাখা হবে সে সম্পর্কিত রিপোর্ট ফাঁস হচ্ছে। আসুন ভারত, পাকিস্তান, দুবাই, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro ও iPhone 16 Pro Max এর কত দাম রাখা হবে জেনে নেওয়া যাক।

ভারতে iPhone 16 সিরিজের দাম

রিপোর্ট অনুযায়ী, iPhone 16 ভারতে 79,900 টাকায় এবং iPhone 16 Plus এদেশে 89,900 টাকায় লঞ্চ হতে পারে। আবার iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এর প্রারম্ভিক দাম যথাক্রমে 129,900 টাকা এবং 139,900 টাকা রাখা হতে পারে।

আরও পড়ুন: Vivo T3 Ultra হবে 5500mAh ব্যাটারি সহ আসা সবচেয়ে পাতলা ফোন, থাকবে 24 জিবি র‌্যাম

পাকিস্তানে iPhone 16 সিরিজের দাম

ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের কথা বললে, iPhone 16 এর প্রাথমিক মূল্য 339,999 পাকিস্তানি রুপি (প্রায় 102,507 টাকা) এবং iPhone 16 Plus এর দাম 399,999 পাকিস্তানি রুপি (প্রায় 120,600 টাকা) থেকে শুরু হতে পারে। আর iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এর বেস ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 479,999 পাকিস্তানি রুপি (প্রায় 1,44,700 টাকা) এবং 569,999 পাকিস্তানি রুপি (প্রায় 1,71,800 টাকা) রাখা হতে পারে।

USA তে iPhone 16 সিরিজের দাম

মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন 16 এর দাম শুরু হতে পারে 799 ডলার (প্রায় 67,100 টাকা), আইফোন 16 প্লাস এর দাম শুরু হতে পারে 899 ডলার (প্রায় 75,500 টাকা) থেকে, আইফোন 16 প্রো মডেলের দাম শুরু হতে পারে 1099 ডলার (প্রায় 92,300 টাকা) থেকে এবং আইফোন 16 প্রো ম্যাক্সের দাম শুরু হতে পারে 1199 ডলার (প্রায় 100,700 টাকা) থেকে।

আরও পড়ুন: Vivo Y300 Pro 5G ফ্ল্যাগশিপ কিলার ফোন লঞ্চ হল, 6500mAh ব্যাটারি সহ রয়েছে তাগড়া ফিচার

UAE (দুবাই) তে আইফোন 16 সিরিজের দাম

দুবাই থেকে আইফোন 16 কিনতে চাইলে বেস মডেলের জন্য খরচ করতে হবে 3,200 দিরহাম (প্রায় 73,150 টাকা)। আর আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স এর দাম শুরু হতে পারে যথাক্রমে 3,700 দিরহাম (প্রায় 84,600 টাকা), 4,600 দিরহাম (প্রায় 105,180 টাকা) এবং 5,100 দিরহাম (প্রায় 116,600 টাকা) থেকে।

ইউরোপে আইফোন 16 সিরিজের দাম

ইউরোপের বাজারে আইফোন 16 লঞ্চ হতে পারে 969 ইউরো (প্রায় 90,400 টাকা) মূল্যে এবং আইফোন 16 প্লাস এর মূল্য শুরু হতে পারে 1199 ইউরো (প্রায় 100,400 টাকা) থেকে। এছাড়াও, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স এর দাম যথাক্রমে 1,229 ইউরো (প্রায় 114,690 টাকা) এবং 1,479 ইউরো (প্রায় 138,000 টাকা) থেকে শুরু হতে পারে।

UK তে iPhone 16 সিরিজের দাম

যুক্তরাজ্যে আইফোন 16 মডেলটি 799 পাউন্ড (প্রায় 88,400 টাকা), আইফোন 16 প্লাস মডেলটি 899 পাউন্ড (প্রায় 99,490 টাকা), আইফোন 16 প্রো মডেলটি 999 পাউন্ড (প্রায় 110,550 টাকা) এবং আইফোন 16 প্রো ম্যাক্স‌ মডেলটি 1,199 পাউন্ড (প্রায় 132,691 টাকা) মূল্যে কেনা যেতে পারে।

অস্ট্রেলিয়ায় iPhone 16 সিরিজের দাম

অস্ট্রেলিয়ায় আইফোন 16 এর দাম শুরু হতে পারে 1,499 অস্ট্রেলিয়ান ডলার (প্রায় 84,800 টাকা) থেকে। আর আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স এর দাম যথাক্রমে 1,649 অস্ট্রেলিয়ান ডলার (প্রায় 93,300 টাকা), 1,849 অস্ট্রেলিয়ান ডলার (প্রায় 104,600 টাকা) এবং 2,199 অস্ট্রেলিয়ান ডলার (প্রায় 124,800 টাকা) থেকে শুরু হতে পারে।

জাপানে iPhone 16 সিরিজের দাম

জাপানে iPhone 16 এর প্রাথমিক স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 119,800 ইয়েন (প্রায় 70,200 টাকা) রাখা হতে পারে। আবার iPhone 16 Plus এর দাম 138,600 ইয়েন (প্রায় 81,250 টাকা), iPhone 16 Pro এর দাম 178,651 ইয়েন (প্রায় 104,700 টাকা) এবং iPhone 16 Pro Max এর দাম 198,200 ইয়েন (প্রায় 116,180 টাকা) থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News