Gmail Storage: জিমেইল স্টোরেজ শেষের দিকে? অ্যান্ড্রয়েড ফোনে এই ৫ টিপস দ্রুত ফাঁকা করবে স্পেস

Gmail স্টোরেজ খালি করার জন্য বেশ কিছু টিপস রয়েছে যা আপনার কাজে আসতে পারে। সাধারণত প্রতি জিমেইল অ্যাকাউন্টে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। কিন্তু একটানা ব্যবহারের ফলে সেই স্টোরেজ দ্রুত শেষ হয়ে যায়।

Update: 2024-11-20 09:03 GMT

Gmail Storage Full

গুগলের অন্যতম জনপ্রিয় যোগাযোগ মাধ্যম জিমেইল (Gmail)। আজকের দিনে অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। গুচ্ছের অনলাইন পরিষেবা থেকে শুরু করে, ব্যাঙ্ক, আধার কার্ড-সহ একাধিক অফিশিয়াল কাজের জন্য ব্যবহার হয় জিমেইল। কিন্তু এসবের ফলে দ্রুত শেষ হতে থাকে স্টোরেজ। আর স্টোরেজ শেষ হয়ে গেলে বেশ অসুবিধায় পড়তে হয়। তাই আজ এমন কয়েকটি টিপস আলোচনা করবো যা দিয়ে আপনি স্টোরেজ দ্রুত খালি করতে পারবেন।

প্রথমেই জানিয়ে রাখি, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রতি অ্যাকাউন্টে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। আজকাল অ্যাপ, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার যুগে তা বেশিদিন টেকে না। তবে স্টোরেজ ফাঁকা রাখতে এই ৫ টিপস মেনে চলতে পারেন।

Gmail স্টোরেজ খালি করার উপায়

জিমেইল থেকে পুরানো এবং বড় ইমেলগুলি ডিলিট করুন

জিমেইলের সার্চ অপশনে লিখুন - “Has larger:10MB”। এটা সার্চ করলে ১০ এমবি বা তার বেশি ফাইলগুলি চলে আসবে। তারপর সেখান থেকে পুরনো বা অপ্রয়োজনীয় মেইলগুলি ইনবক্স থেকে ডিলিট করে দিন।

অবাঞ্ছিত নিউজলেটারগুলি আনসাবস্ক্রাইব করুন

প্রায়শই অবাঞ্ছিত নিউজলেটার এবং প্রমোশনাল ইমেইলে ভরে থাকে ইনবক্স। এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রমোশনাল ইমেইল এবং নিউজলেটারগুলি ওপেন করে নীচে স্ক্রল করুন। সেখানে একটি আনসাবস্ক্রাইব অপশন থাকবে তাতে ক্লিক করে দিন।

স্প্যাম এবং ট্র্যাশ ইমেইল সাফ করুন

স্প্যাম এবং ট্র্যাশ ফোল্ডারগুলি প্রায়শই শতাধিক ইমেইলে ভরে থাকে। এর জন্য জিমেইল খুলে স্প্যাম এবং ট্র্যাশ ফোল্ডারে আসুন। তারপর Empty অপশনে ক্লিক করুন। এগুলি আপনাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে ইনবক্স থেকে।

জিমেইল স্টোরেজ ম্যানেজার ব্যবহার করুন

ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করলে দ্রুত বড় ইমেইলগুলি শনাক্ত করা যায়। এই ফিচারের মাধ্যমে সেইসব বড় ফাইলগুলি দ্রুত শনাক্ত করে ডিলিট করা যাবে।

ব্যাকআপ এবং আর্কাইভ ইমেইল

গুরুত্বপূর্ণ ইমেইল রাখতে চাইলের সেগুলি ব্যাকআপ এবং আর্কাইভ করে রাখতে পারেন। গুগল ড্রাইভে সেভ রাখতে গুগল টেকআউট অপশনের সাহায্য নিন। এই ভাবে জরুরি ইমেইলগুলি ডিলিট না করেও ব্যাকআপ রাখতে পারবেন।

Tags:    

Similar News