Bharat Sanchar Nigam Limited: মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড কল, BSNL এর কাছে কুপোকাত Jio-Airtel
সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি Bharat Sanchar Nigam Limited বা BSNL-এর পোর্টফোলিওতে গ্রাহকদের জন্য একাধিক সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান মজুত রয়েছে। এখনও পর্যন্ত সারাদেশে 4G নেটওয়ার্ক লঞ্চ করে উঠতে না পারার কারণে ব্যবহারকারীদের মনে প্রবল অসন্তোষ থাকলেও BSNL কিন্তু তার গ্রাহকদেরকে সন্তুষ্ট রাখার জন্য অনর্গল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই কোম্পানিটি প্রায়শই একাধিক সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে মার্কেটে হাজির হয়। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে BSNL-এর ঝুলিতে মজুত থাকা এমন একটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের কথা জানাতে চলেছি, যার দাম ১০০ টাকারও কম। ফলে বর্তমানে এই চরম মূল্যবৃদ্ধির যুগে প্ল্যানটি যে ইউজারদের বেশ কাজে আসবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। আসুন, প্ল্যানটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
BSNL-এর ৯৯ টাকার প্ল্যান
বিএসএনএলের ৯৯ টাকার ভয়েস ভাউচারের ভ্যালিডিটি ১৮ দিন। কোম্পানি এটিকে STV_99 নামে তালিকাভুক্ত করেছে। বিএসএনএল গ্রাহকরা এই প্ল্যান মারফত আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। অর্থাৎ, ইউজাররা যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কল করতে পারবেন। এর মধ্যে দিল্লি ও মুম্বাই সার্কেলও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, বিএসএনএলের ৯৯ টাকার এই ভয়েস ভাউচারে কোনোরকম ডেটা বেনিফিট উপলব্ধ নয়।
এই প্রসঙ্গে বলে রাখি, উপরিউক্ত প্ল্যানটি ছাড়াও বিএসএনএলের পোর্টফোলিওতে ৩৫ টাকা, ৩৬ টাকা, ৪৮ টাকা, ৮৭ টাকা, ৯৭ টাকা, ১১৮ টাকা, ১৮৪ টাকা, ১৮৫ টাকা, ১৮৬ টাকা, ১৮৭ টাকা, ২৪৭ টাকা, ৩১৯ টাকা এবং ৩৪৭ টাকার প্রিপেইড প্ল্যান মজুত রয়েছে। উল্লেখ্য, STV_347 রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির সর্বাধিক জনপ্রিয় প্ল্যানগুলির মধ্যে অন্যতম। এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ৫৬ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি করে ডেটা, রোজ ১০০ টি এসএমএস খরচের সুবিধা এবং সেইসাথে অফুরন্ত ভয়েস কল করার ছাড়পত্র পাবেন। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ৪০ কেবিপিএস।
কবে এদেশে 4G সার্ভিস চালু করবে BSNL?
প্রসঙ্গত উল্লেখ্য যে, একের পর এক পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ার পর চলতি বছরের দ্বিতীয়ার্ধে এদেশে 4G পরিষেবা নিয়ে আসতে রীতিমতো বদ্ধপরিকর BSNL। যদিও ২০২৩ সালের প্রথম দিকেই এই পরিষেবা উপলব্ধ হওয়ার কথা ছিল; তবে সম্প্রতি জানা গিয়েছে যে, এই বছরের দ্বিতীয়ার্ধে এদেশে 4G সার্ভিস লঞ্চ করবে সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানিটি। তবে যেহেতু 4G লঞ্চের টাইমলাইন সম্পর্কে সংস্থাটির কোনো প্রতিশ্রুতিই এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি, তাই এ বছর তারা আদৌ এদেশে 4G পরিষেবা রোলআউট করতে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই বেশ সংশয় দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন যে, ভারতে BSNL-এর 4G পরিষেবা আসতে আসতে ২০২৪ সাল পর্যন্ত সময়ও লেগে যেতে পারে। সেক্ষেত্রে এবার কবে নিশ্চিতভাবে ভারতে এই সার্ভিস উপলব্ধ হবে, তার উত্তর একমাত্র সময়ের কাছেই রয়েছে৷