BSNL এর ধামাকা রিচার্জ প্ল্যান, 184 টাকায় আনলিমিটেড কল সহ দৈনিক ইন্টারনেট ডেটা

Update: 2024-09-09 03:39 GMT

সম্প্রতি জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো বেসরকারি টেলিকম অপারেটররা রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় সুবিধা হয়েছে BSNL এর। যেহেতু টেলিকম সংস্থাগুলি তাদের পোস্টপেড ও প্রিপেড ট্যারিফ গড়ে 15 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে, তাই অনেকেই BSNL সিম কিনছেন। কারণ সরকারি এই সংস্থা সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান অফার করে। এই প্রতিবেদনে আমরা BSNL এর 184 টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাবো, যেখানে প্রতিদিন 1 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়।

BSNL-র 184 টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল এর 184 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এখানে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি এসএমএস পাওয়া যায়। আবার এই রিচার্জ প্ল্যানে 28 দিন ধরে দৈনিক 1 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হবে। এছাড়া এই রিচার্জ প্ল্যানের সাথে গ্রাহকরা বিনামূল্যে বিএসএনএল টিউনস এর সুবিধা পাবেন।

আরও পড়ুন: 223 টাকার সস্তা রিচার্জ প্ল্যান আনল Reliance Jio, রোজ 2 জিবি ডেটা সহ পাবেন 28 দিনের ভ্যালিডিটি

জানিয়ে রাখি 184 টাকা ছাড়াও BSNL একটি রিচার্জ প্ল্যান অফার করে, এর দাম 118 টাকা এবং এখানে 20 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই সস্তা রিচার্জ প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি মোট 10 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন: পার্থক্য মাত্র 1 টাকার, Jio-র এই দুই প্ল্যান রিচার্জ করার আগে বেনিফিট দেখে নিন, ঠকবেন না

আবার অতিরিক্ত সুবিধা হিসেবে, BSNL এর এই প্ল্যানের সাথে হার্ডি গেমস, এরিনা গেমস, গেমন অ্যাস্ট্রোটেল, গেমিয়াম, লিস্টন পডকাস্ট, জিং মিউজিক এবং ওয়াও এন্টারটেইনমেন্ট উপভোগ করা যাবে।

Tags:    

Similar News