Vodafone Idea: খুব শীঘ্রই দেশ জুড়ে 5G পরিষেবা চালু করার জন্য কোমর বেঁধে নামলো Vi
ইতিমধ্যেই ভারতে 5G পরিষেবা লঞ্চ করেছে Airtel ও Reliance Jio। কিন্তু এখনও দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক চালু করতে পারেনি। আর এই কারণেই প্রতি মাসে হু হু করে কমছে সংস্থার গ্রাহক সংখ্যা।
অন্যদিকে Reliance Jio ও Airtel প্রতি সপ্তাহেই নতুন নতুন শহরে 5G সার্ভিস পৌঁছে দিয়ে গ্রাহক টানছে। এই পরিস্থিতিতে কোমর বেঁধে নেমে পড়েছে Vodafone Idea। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তারা 5G নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে।
ব্যাঙ্কের সহযোগিতা নিচ্ছে Vodafone Idea
আপনারা জানেন, ফান্ডের অভাবে দীর্ঘদিন ধরেই টালমাটাল পরিস্থিতির স্বীকার ভোডাফোন আইডিয়া। কিন্তু এবার আশার আলো দেখা যাচ্ছে। দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ফান্ডের জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা করছে। টেলিকমিউনিকেশন বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ভিআই ২০২৩ সালের জুনের মধ্যে ফান্ড সংগ্রহের কাজ শেষ করতে পারে। আর আশা করা যায় ওই মাসেই সংস্থাটি নিজেদের ৫জি পরিষেবাও চালু করবে।
বড়োসড়ো ব্যবসায়িক ক্ষতির মুখে VI
টেলি কমিউনিকেশনের বাজারে ভোডাফোন যখন এসেছিল তখন তার প্রতিদ্বন্দ্বী খুবই কম ছিল। পরে তারা আইডিয়ার সাথে হাত মেলায়। তবুও ভোডাফোন আইডিয়া একটি সফল ব্যবসা গড়ে তুলতে অক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে তারা গ্রাহক হারাচ্ছে, যে কারণে বড়সড় ক্ষতির সম্মুখীন হচ্ছে।