WWDC 2022: জুনে অনুষ্ঠিত হবে Apple-এর দ্বিতীয় বৃহত্তম ইভেন্ট, লঞ্চ হতে পারে iOS 16 সফ্টওয়্যারসহ অনেককিছু

এবার এই বছরের দ্বিতীয় বৃহত্তম ইভেন্টের সময় সম্পর্কে ঘোষণা করল টেক জায়ান্ট Apple (অ্যাপল)। সংস্থার মতে, তাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স বা WWDC 2022 (ডব্লিউডব্লিউডিসি ২০২২) ইভেন্ট আগামী ৬ই জুন থেকে ১০ই জুনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠানটি অ্যাপল পার্কে অনুষ্ঠিত হবে এবং এটি অনলাইনে সম্প্রচার করা হবে। বিশেষত্ব বলতে, প্রতি বছরের মতো এইবছরও Apple এই ইভেন্টে একটি নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করবে বলে আশা করা যায়। এছাড়া WWDC 2022 ইভেন্টে নতুন iOS, iPadOS, macOS, watchOS এবং tvOS লঞ্চ করতে পারে। আসুন এখন এক নজরে এই ইভেন্টের মূল বিষয়গুলিতে চোখ রাখা যাক।

WWDC 2022 থেকে প্রযুক্তি দুনিয়ার প্রত্যাশা

iOS 16: প্রতি বছর ডেভেলপার কনফারেন্সে অ্যাপল নতুন অপারেটিং সিস্টেম প্রবর্তন করে। এমনিতে বর্তমানে আইফোনের জন্য নতুন সফ্টওয়্যার iOS 16 সম্পর্কে কোনো নির্দিষ্ট খবর নেই, তবে এই ইভেন্টে ওএসটির প্রথম ঝলক দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই বছরের সেপ্টেম্বরে iPhone 14 সিরিজের সাথে iOS 16 লঞ্চ হবে। এতে কার ক্র্যাশ ডিটেকশন এবং ইমার্জেন্সি স্যাটেলাইট ফিচার থাকবে।

হার্ডওয়্যার: সাধারণত অ্যাপল ডব্লিউডব্লিউডিসি-তে হার্ডওয়্যার লঞ্চ করে না, কিন্তু রিপোর্ট বলছে যে এবার সংস্থা ইভেন্টে Apple Mac Pro/AR/VR লঞ্চ করতে পারে। এক্ষেত্রে Mac Pro সম্ভবত একটি নতুন চিপসেটের সাথে আসবে।

AR/VR হেডসেট: অ্যাপল দীর্ঘদিন ধরে AR/VR হেডসেটের ওপর কাজ করছে। এদিকে প্রযুক্তি মহল আশা করছে যে আগামী জুনের ইভেন্টে প্রথমবারের মতো এই হেডসেটের আভাস পাওয়া যাবে। যেখানে ২০২৩ সাল থেকে ডিভাইসগুলি বাজারে পাওয়া যাবে।